মেহেন্দি থেকে রিসেপশন, বন্ধুর বিয়ের অনুষ্ঠানে কেমন পোশাক পরবেন?

নজরবন্দি ব্যুরো: পুজো পার্বণের পালা শেষ। এখন বাঙালির বিয়ের মরশুম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আইবুড়ো ভাত পর্বের ছবি ভরে গিয়েছে। সামনেই একাধিক বিয়ের ডেট। অনেকেরই বন্ধুর বিয়ে। প্রায় আইবুড়ো ভাত থেকেই নিমন্ত্রণ থাকে। মেহেন্দি, সঙ্গীত, বিয়ের অনুষ্ঠান, রিসেপশন- নানা অনুষ্ঠানে নানা সাজ। কমপক্ষে ৪-৫ টি পোশাক তো লাগবেই। এদিকে আবার কোন দিন কেমন পোশাক হবে তা ভেবে হিমশিম খেতে হয়। তবে চিন্তা নেই। এই প্রতিবেদনে জেনে নিন- বন্ধুর বিয়েতে আপনার সাজ আপনার সাজ কেমন হতে পারে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ নভেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

মেহেন্দির অনুষ্ঠানে পরতে পারেন লেহেঙ্গা। এখনকার ফ্যাশন ট্রেন্ডে  আবার অনেকে লং স্কার্টের সঙ্গে ক্রপ টপ আর ওড়না দিয়ে ম্যাচিং করেও পরেন। এছাড়া ডিজাইনার শাড়ি পরতে পারেন, সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ। গায়ে হলুদের অনুষ্ঠানে ট্র্যাডিশন্যাল পোশাকের দিকেই ঝুঁকে থাকুন। এই দিনে অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে হলুদ রংয়ের শাড়ি পরতে পারেন। এছাড়া লাল, কমলা রংও বেছে নিতে পারেন। পাশাপাশি হলুদ কো-অর্ড সেট, পিংক সালোয়ার বা হলুদ লেহঙ্গা- এই পোশাকগুলিও দেখতে ভাল লাগে।

মেহেন্দি থেকে রিসেপশন, বন্ধুর বিয়ের অনুষ্ঠানে কেমন পোশাক পরবেন?

গায়ে হলুদের পরই আসল দিন। বিয়ের অনুষ্ঠানের জন্য পোশাকের অনেক বিকল্প রয়েছে। ডিজাইনার শাড়ি, রেডি টু ওয়্যার শাড়ি, শারারা, লেহেঙ্গা আরও কত কী! সিক্যুইনের শাড়ি, জর্জেট, ক্রেপ যে কোনও শাড়ি পরতে পারেন। আপনি যদি শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন সেক্ষেত্রে রেডি টু ওয়্যার শাড়ি পরতে পারেন। মানানসই মেকআপ ও হেয়ারস্টাইল অবশ্যই জরুরী।

মেহেন্দি থেকে রিসেপশন, বন্ধুর বিয়ের অনুষ্ঠানে কেমন পোশাক পরবেন?

রিসেপশনে ডিজাইনার শাড়ি পরতে পারেন। তবে বিয়েতেও শাড়ি পরলে এই দিনটিতে অন্য পোশাক বেছে নেওয়াই ভালো। আলাদা দেখাবে আপনাকে। রিসেপশনে কো-অর্ড, ডিজাইনার সালোয়ার, লেহেঙ্গা পরতে পারেন। বেগুনি, নীল, সবুজ- এমন কিছু রংয়ের পোশাক পরলে বেশ মানাবে।

মেহেন্দি থেকে রিসেপশন, বন্ধুর বিয়ের অনুষ্ঠানে কেমন পোশাক পরবেন?

মেহেন্দি থেকে রিসেপশন, বন্ধুর বিয়ের অনুষ্ঠানে কেমন পোশাক পরবেন?
মেহেন্দি থেকে রিসেপশন, বন্ধুর বিয়ের অনুষ্ঠানে কেমন পোশাক পরবেন?