নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। মাথার উপর চড়া রোদ না থাকলেও অস্বস্তিকর গরম বজায় রয়েছে। বাইরে বেরোলেই ঘাম ঝড়ছে। গরমের মাঝে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে? কি বলছে আবহাওয়া দফতর। আগামী রবিবার থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে। বাংলায় শুরু হবে প্রাকবর্ষার বৃষ্টি।
আরও পড়ুন: রবিবার থেকে হাওয়া বদলের আশা, প্রাকবর্ষার বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত বাংলার একাধিক জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যদিও কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে।
শনিবার পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি- দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর- উত্তরবঙ্গের এই জেলাগুলিতে তাপ প্রবাহ চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হবে। আগামী শনিবার পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে শনিবার অর্থাৎ ৭ জুন থেকে ১০ জুন পর্যন্ত হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহে তাপপ্রবাহ চলবে।
আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি?
