ভারতীয় ক্রিকেট ভবিষ্যতের দরজায় যেন হঠাৎ করেই কড়া নাড়ল এক নাম—বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৪। অথচ ব্যাট হাতে যা করল, তা দেখে অবাক দেশের ক্রিকেট মহল। বিজয় হজারে ট্রফির প্রথম দিনেই ধোনির শহর রাঁচিতে এমন এক ইনিংস খেলল বৈভব, যা ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ বলে ১৯০ রান করল এই কিশোর ব্যাটার। স্ট্রোকপ্লের ধার, পাওয়ার এবং ম্যাচ পরিস্থিতি বোঝার পরিপক্বতা—সব মিলিয়ে যেন বয়সের অনেক ঊর্ধ্বে এক ইনিংস উপহার দিল বৈভব।
কীভাবে এল এই ঐতিহাসিক ইনিংস?
মহেন্দ্র সিংহ ধোনির শহর রাঁচিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বিহার। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব। অরুণাচলের বোলারদের কোনও সুযোগই দেননি তিনি।
তার ১৯০ রানের ইনিংসে ছিল—
-
১৬টি চার
-
১৫টি ছক্কা
মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করেন তিনি। গ্যালারিতে থাকা দর্শকদের জন্য তা ছিল চোখ জুড়ানো দৃশ্য।

বিশ্বরেকর্ড কোথায় গড়ল বৈভব?
এই ইনিংসের সুবাদে বৈভব সূর্যবংশী হয়ে গেলেন—
-
লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরানকারী (১৪ বছর ২৭২ দিন)
-
ভারতীয় লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান (৩৬ বল)
এর আগে লিস্ট এ ক্রিকেটে তাঁর কোনও শতরান ছিল না। প্রথম শতরানেই বিশ্বরেকর্ড—এই নজির বিরল।
কারা আছেন দ্রুততম শতরানের তালিকায়?
লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের তালিকায় বৈভব জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা ব্যাটারদের পাশে।
| ব্যাটার | বল | প্রতিযোগিতা |
|---|---|---|
| জেক ফ্রেজার ম্যাকগুর্ক | ২৯ বল | অস্ট্রেলিয়া |
| এবি ডিভিলিয়ার্স | ৩১ বল | দক্ষিণ আফ্রিকা |
| আনমোলপ্রীত সিংহ | ৩৫ বল | ভারত |
| বৈভব সূর্যবংশী | ৩৬ বল | ভারত |
মাত্র এক বলের জন্য আনমোলপ্রীতের রেকর্ড ছোঁয়া হলো না।
কেন এই ইনিংস বিশেষ?
এটা শুধু বড় রান নয়। এটা বার্তা—ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্ম তৈরি। ১৪ বছর বয়সে লিস্ট এ ক্রিকেটে এমন ইনিংস মানে জাতীয় নির্বাচকদের নজরে সরাসরি ঢুকে পড়া।
বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে অনূর্ধ্ব-১৯, আইপিএল এমনকি ভারতীয় জাতীয় দলের ভবিষ্যৎ আলোচনায় এই নাম বারবার শোনা যাবে।
বিজয় হজারে ট্রফিতে ১৪ বছরের বৈভব সূর্যবংশীর ৮৪ বলে ১৯০ রানের ইনিংস শুধু এক ম্যাচজয়ী পারফরম্যান্স নয়—এটি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনার স্পষ্ট ইঙ্গিত। ধোনির শহরে লেখা হল নতুন ইতিহাস।











