নজরবন্দি ব্যুরোঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে শিক্ষক দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার থেকে সরকারি কর্মচারীদের ডিএ ইস্যুতে ব্যাকফুটে রাজ্য সরকার। এর পর গোদের ওপর বিষফোঁড়া মত সাগরদিঘী উপনির্বাচনে হার। সবমিলিয়ে যে শাসকদল পঞ্চায়েত ভোটের আগে বেশ অস্বস্তিতে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ কয়েকদিনের মধ্যেই কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, কমবে তাপমাত্রা
রাজ্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এতদিন যে ফ্লেক্স ছাপিয়েছে তাতে সততার প্রতীক লেখা থাকত। কিন্তু দুর্নীতি কাণ্ডে নেতা থেকে মন্ত্রীর নাম যখন জড়িয়েছে, তখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর একটা মন্তব্য সাড়া ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। কী সেই মন্তব্য? উদয়নের মতে মমতার ছবির নিচে আর সততার প্রতিক লিখতে পারছিনা আমরা।

তিনি বলেন, “সততার প্রতীক নিয়ে আজ নানা কথা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে লিখতে পারছেন না সততার প্রতীক। তাঁর ১০০ শতাংশ অধিকার আছে। কিন্তু আমাদের মতো কিছু উদয়ন গুহ থাকার জন্য ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছবির নিচে সততার প্রতীক লিখতে পারছেন না।
তাঁর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন। আমরা উদয়ন গুহরা দায়ী। আমরা কাউকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছি। ঘর দেওয়ার নামে টাকা নিয়েছি।” প্রতারিতদের পাশে দাঁড়িয়ে উদয়ন গুহ আরও বলেন,
মমতার ছবির নিচে আর সততার প্রতীক লিখতে পারছি না! দুর্নীতি নিয়ে আক্ষেপে উদয়নের
“কেউ চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে কোটিপতি হয়েছে। আবার যারা ধার দেনা করে টাকা দিয়েছে তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না। যারা এই অসৎ কাজ করেছে আমি যদি টিকে থাকি তাহলে এসমস্ত লোকেদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হবে না। তার জন্য যদি আমার পদ যায় যাক। কিন্তু দুর্নীতি বরদাস্ত নয়।”