জল্পনার অবসান। ছোটদের এশিয়া কাপের ফাইনালেও ফের মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। দুবাইয়ে বৃষ্টি-বিঘ্নিত সেমিফাইনাল জিতে রবিবারের মহারণ নিশ্চিত করেছে দুই দলই।
সেমিফাইনালে ভারত ৮ উইকেটে হারিয়েছে **শ্রীলঙ্কা**কে। অন্যদিকে পাকিস্তান ৮ উইকেটে পরাস্ত করেছে **বাংলাদেশ**কে। বৃষ্টির কারণে দুই ম্যাচেই ওভার কমে যায়—ভারত–শ্রীলঙ্কা ম্যাচ ৫০ থেকে ২০ ওভারে, পাকিস্তান–বাংলাদেশ ম্যাচ ৫০ থেকে ২৭ ওভারে নেমে আসে।

শ্রীলঙ্কাকে আটকে দিল ভারতের বোলিং
টস জিতে প্রথমে বোলিং নেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। ২০ ওভারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে গিয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় শ্রীলঙ্কা। মিডল অর্ডারে অধিনায়ক বিমাথ দিনসারা (৩২) ও চামিকা হিনাতিগালা (৪২) কিছুটা প্রতিরোধ গড়েন। শেষদিকে সেথমিকা সেনেভিরত্নের হাত খোলায় ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানে পৌঁছয় তারা।
ভারতের বোলিংয়ে সাফল্য ছিল ছড়ানো—হেনিল পটেল ও কনিষ্ক চৌহান নেন ২টি করে উইকেট। কিশন কুমার সিংহ, দীপেশ দেবেন্দ্রন ও খিলান পটেল নেন একটি করে উইকেট।
রান তাড়ায় জয়, কিন্তু উদ্বেগও
১৩৯ রানের লক্ষ্য তাড়ায় ভারত সহজেই জয়ের পথে এগোয়। তবে ওপেনিংয়ে অধিনায়ক আয়ুষ মাত্রে (৭) ও বৈভব সূর্যবংশী দ্রুত আউট হওয়ায় কিছুটা অস্বস্তি তৈরি হয়। বৈভব টানা দু’টি চার মারলেও তৃতীয় বলেই ক্যাচ দিয়ে ফেরেন।
টুর্নামেন্ট জুড়ে বৈভবের ঝলক দেখা গেলেও ধারাবাহিকতার অভাব চোখে পড়ছে। গুরুত্বপূর্ণ ম্যাচে পরিস্থিতি বুঝে ইনিংস গড়ার প্রয়োজন রয়েছে—এটাই কোচিং স্টাফ ও পর্যবেক্ষকদের মত। অল্প বয়সেই আইপিএলের অভিজ্ঞতা থাকলেও ম্যাচের গতি, বোলারের পরিকল্পনা বুঝে খেলার শিক্ষা জরুরি—নইলে ফাইনালে চাপ বাড়তে পারে ভারতের।

ফাইনালের আগে সমীকরণ
রবিবারের ভারত–পাকিস্তান ফাইনাল মানেই বাড়তি উত্তেজনা। ভারতের শক্তি বোলিংয়ের গভীরতা ও মিডল অর্ডারের স্থিতি। তবে ওপেনিং ফর্ম ঠিক না হলে কঠিন লড়াইয়ে সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে পাকিস্তান আত্মবিশ্বাসী ছন্দে ফাইনালে নামবে—ফলে দু’দলের মধ্যে আরেকটি হাই-ভোল্টেজ লড়াই দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীদের।









