নজরবন্দি ব্যুরোঃ গত ৩১ মে নজরুল মঞ্চের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। অনুষ্ঠানের পর হোটেলে ফিরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে শিল্পীর।
আরও পড়ুনঃ সরকারি চাকরি পেয়েছে স্ত্রী, রাগে হাত কেটে নিলেন স্বামী!
মাত্র ৫৩ বছর বয়সে কেকে-র এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। আর এবার তাঁকে শ্রদ্ধা জানাতে দুর্গা পুজোতে কবিরাজ বাগানের পুজোর থিম হবে নজরুল মঞ্চের আদলে । সেখানে থাকবে কেকের একাধিক মূর্তি ।
যা তৈরি করবেন কুমারটুলির শিল্পী মন্টি । প্রতিটি মূর্তি তৈরি হবে সিলিকন দিয়ে । কলকাতায় আসার আগে সেলফি পোস্ট করেছিলেন কে কে । তার মৃত্যুর পর রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে গান স্যালুট দেওয়া হয় । মণ্ডপে সেইসব মুহূর্ত ফুটিয়ে তোলা হবে বলে জানিয়েছেন কবিরাজ বাগানের পুজো কমিটি ।
দুর্গাপুজোয় কেকে’কে শ্রদ্ধা, এবছর কবিরাজ বাগানের থিম কেকে
আর এইসব ভাবনা চিন্তা মাথায় এসেছে কলকাতা কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অমল চক্রবর্তীর মাথায় । কেকের শেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। এই আক্ষেপ থেকেই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পুজো মণ্ডপ সাজানোর পরিকল্পনা করেছেন অমলবাবু।