নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল-সিপিএম-কংগ্রেস-বিজেপি চার দলের মিছিল, কর্মসূচির যেরে নাজেহাল অবস্থা আজকে কলকাতায়। বুধবার রগরগিয়ে চলছে উত্তেজনার পারদ। কলকাতায় রাস্তায় বেড়ালেই দেখা যাচ্ছে মারাত্মক যানজট। যার যেরে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর।
আরও পড়ুনঃ পয়লা বৈশাখের পরেই নির্বাচনের বিজ্ঞপ্তি! বিরাট তৎপরতা কমিশনের অন্দরে
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্ছনার প্রতিরোধে রেড রোডে ধর্নায় বসবে। অভিষেক বন্দ্যোপয়াধ্যায় ও শহীদ মিনারে ময়দানে ভাষণ দেবেন। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে বাম-কংগ্রেস ও পথে নামছে আজকেই, এছাড়াও রামলীলা পার্ক থেকে ধর্মতলা অবধি মিছিল নামবে দুপুরে। শুধু তাই নয় আজকে শ্যামবাজারে নেতাজি মূর্তির সামনে সভা বসবে বিজেপি।
ফলে যানজট এড়াতে আগে থেকেই সতর্ক করছে পুলিস। সকাল ১০ টা থেকে ভূপেন বোস অ্যাভিনিউয়ে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা ১২ টা থেকে রেডরোডে ও কর্মসূচির যেরে বিরাট যানজট হওয়ার সম্ভাবনা। এছাড়াও দুপুর ২ টো থেকে একটি মিছিল রয়েছে যার যেরে ডক্টর লালমোহন ভট্টাচার্য রোড, সিআইটি রোড, মৌলালি ক্রসিং, এজেসি বোস রোড, মল্লিক বাজার ক্রসিং, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে যানজট তৈরির সম্ভাবনা রয়েছে।
যানজটে স্তব্ধ কলকাতা, ভীড় এড়াতে কোন পথে জাবেন?
সব এলাকাতেই কলকাতা পুলিশ যানজট এড়াতে ততপর। তবু সাধারণ মানষকে অন্য পথ দিয়ে চলার নির্দেশ দিচ্ছে কলকাতা পুলিশ। ভিড় এড়াতে মাইকিং ও চলছে কলকাতা পুলিশের তরফ থেকে।