নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে? তা নিয়ে হস্তক্ষেপ করতে চায় না কলকাতা হাইকোর্ট। এবিশয়ে রাজ্য নির্বাচন কমিশনের দিকেই বল ঠেলে দিয়েছে আদালত। সূত্রের খবর, এপ্রিলের শুরুতেই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। মে মাসেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে। জানা যাচ্ছে, পয়লা বৈশাখের পরেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
আরও পড়ুনঃ “আমার বাবার টাকায় আমি গাড়ি কিনেছি, তাতে কার কি”, Satarup Ghosh-র নিশানায় কুণাল ঘোষ
মঙ্গলবার শুভেন্দু অধিকারীর করা মামলায় এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই। পাশাপাশি এদিন কলকাতা হাই কোর্টে আপাতত খারিজ হয়ে গেল শুভেন্দু অধিকারীর আর্জি।
মঙ্গলবার মামলা শুনানি পর্বে প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, গণনা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তার যৌক্তিকতা রয়েছে। তবে এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। একইসঙ্গে আদালতের তরফে আরও জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় মোতায়েনের জন্য আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। তিনি চাইলে আলাদা করে এবিষয়ে মামলা দায়ের করতে পারেন। সেই মামলা আদালত শুনবে।

কলকাতা হাইকোর্টের তরফে এই রায় আসার পর থেকেই তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, নিয়ম মেনে কয়েকদিনের মধ্যে রাজ্যকে চিঠি পাঠাতে চলেছে কমিশন। রাজ্যের পক্ষ থেকে সম্মতি মিললে দুই পক্ষের সহমতের ভিত্তিতে নির্বাচনের নির্ঘন্ট স্থির করার পরেই দিনক্ষণ ঘোষণা করবে কমিশন।
ভোটের লক্ষ্যে প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই সেরে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। দফায় দফায় জেলাগুলির সঙ্গে আলোচনা চলছে। বুথ সংখ্যা চূড়ান্ত করা, ভোটকেন্দ্র তৈরি, জেলাগুলিকে তার তালিকা প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে সব রাজনৈতিক দলই মনোনয়নপত্র জমা দিতে পারে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
পয়লা বৈশাখের পরেই নির্বাচনের বিজ্ঞপ্তি! সমস্ত কাজ সেরেই রাখছে কমিশন

অন্যদিকে, নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিরতে আলাদা করে ফের আদালতের দ্বারস্থ হতে পারে বিজেপি। সূত্রের খবর, সেক্ষেত্রে ২০১৮ সালের ঘটনাবলীর কথা উল্লেখ করতে পারেন শুভেন্দুরা। সব মিলিয়ে, আইনি জটিলতা না থাকলে খুব শীঘ্রই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে কমিশন। এমনটাই খবর সূত্রে।