নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের শেষে অনেকটা সস্তা হল সোনা-রুপোর দাম। কাল লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী ছিল সোনার দর (Gold Price Today)। তবে শুক্রবার বাজার খুলতেই ফের দাম কমল সোনার। তবে এদিন সোনার দামের সঙ্গেও বেশ কিছুটা দাম কমলেও রুপোর (Silver Price Today)। বিয়ের মরশুমে হলুদ ধাতুর (Gold) দাম কমায় হাসি ফুটল ক্রেতা-বিক্রেতাদের মুখে।
আরও পড়ুনঃ সান্তা ক্লজের মতোই একাধিক প্রকল্পের ঝুলি নিয়ে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, থাকছে একাধিক চমক

শুক্রবার বেলা ১২ টা অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৬০০ টাকা। এ দিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৩ হাজার ৬০০ টাকা।
আজ বেলা ১২ টা অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪,৯৭০ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৩৯,৭৬০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪৯,৭০০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪,৯৭,০০০ টাকা।
শুক্রবার বেলা ১২ টা অনুযায়ী, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৫,৪২২ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৪৩,৩৭৬ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে ৫৪,২২০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,৪২,২০০ টাকা।
সপ্তাহ শেষে অনেকটা দাম কমল সোনার, কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
এদিন সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। শুক্রবার ১ কেজি রুপোর দাম রয়েছে ৩,৬০০ হাজার টাকা।শুক্রবার বিশ্ব বাজারে খানিকটা দাম বেড়েছে সোনার। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮১৬.২০ মার্কিন ডলার। এদিন তা বেড়ে হয়েছে ১,৮১৮.৮ মার্কিন ডলার।