নজরবন্দি ব্যুরোঃ আজকালকার ট্রেণ্ড টাইট জিনস পরা। এখনকার দিনে ছেলেদের তুলনায় মেয়েরা এই জিন্স বেশি পড়ছে। এই জিন্স পড়লে দেখতে সুন্দর লাগলেও কিন্তু হতে পারে একাধিক বিপদ। মৃত্যুর মুখে ধীরে ধীরে ঠেলে দিতে পারে আপনাকে এই টাইট জিন্স। কী কী সমস্যা সৃষ্টি হতে পারে?
আরও পড়ুনঃ রাতভর জেগে থাকেন? এই সহজ নিয়মগুলি মানলেই ভালো মত ঘুম হবে…
পিঠে ব্যথা: এই ধরনের টাইট জিন্স পরলে আপনার যেই সমস্যা গুলি হতে পারে তার মধ্যে অন্যতম হল কোমরে ব্যথা। এছাড়াও আপনার হিপ জয়েন্ট এবং মেরুদণ্ডে প্রভাব ফেলতে পারে। এবং এই ব্যাথা কিন্তু দীর্ঘ সময়ের জন্যও স্থায়ীও হতে পারে।

জরায়ু সংক্রমণ: টাইট জিনস পরার ফলে আপনার জরায়ু সংক্রমণ হতে পারে। এবং প্রাথমিক পর্যায়ে এই সমস্যা সম্পর্কে অবগত না হলে পরে বিপত্তি আরও বাড়তে পারে। এমন কি এই সমস্যা আপনার মা হওয়ার কারনে বাঁধা হয়ে দাড়াতে পারে। তাই এখন থেকে ঢিলা ঢালা পোশাক পরা অভ্যাস করুন।
পেশীর দুর্বলতা: টাইট জিনস পরার কারণে তলপেটেও ব্যাথা সৃষ্টি হতে পারে। কারন টাইট জিন্সগুলো পেটের ওপর আঁটসাঁট ভাবে বসে থাকে। শুধু তাই নয় টাইট জিন্স পরার ফলে হাড় এবং জয়েন্টগুলির নাড়াচড়ায় ভীষণভাবে সমস্যা হতে পারে। ফলে ধীরে ধীরে পেশি দুর্বল হতে শুরু করে। ফলে হাঁটু, পা এবং কোমরেও তীব্র যন্ত্রণা হতে পারে।
টাইট জিনস পরেন? সাবধান! নিজের অজান্তেই ক্ষতি করে ফেলছেন
ত্বকে চুলকানি এবং জ্বালা: দীর্ঘ সময় ধরে টাইট বা ফিটিং জিনস ত্বকে জালাপোড়া এবং চুলকানির মত সমস্যারও সৃষ্টি হতে পারে। কারন টাইট প্যান্ট পড়লে গোপনাঙ্গে বায়ু চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঘামের সৃষ্টি হয়। এবং সেই ঘাম না শুকোলে চুলকানির সমস্যার সৃষ্টি হয়। এমনকি কিছু কিছু মহিলাদের ভালভাডিনিয়ার ঝুঁকিও দেখতে পাওয়া যায়।