নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি পিএফআই সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে কেন্দ্র সরকার। এরপরেই সংগঠনের আক্রমণাত্মক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার হুমকির পেলেন বিজয় দেশমুখ নামে মহারাষ্ট্র বিজেপি এক বিধায়ক। পুলিশকে তিনি জানিয়েছেন খুনের হুমকি দিয়েছেন। পিএফআইয়ের র্যাডারে নরেন্দ্র মোদি, এমনটাও দেওয়া হয়েছে পিএফআইয়ের তরফে।
আরও পড়ুনঃ নজরে আরও এক শুভেন্দু ঘনিষ্ঠ নেতা, টেণ্ডার দুর্নীতির অভিযোগে সিল করা হল অফিস
মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক বিজয় কুমার দেশমুখ জানিয়েছেন, মহম্মদ সফি বিরজাধর নামে এক পিএফআই নেতা তাঁকে খুনের হুমকি দিয়ে একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, পিএফআইয়ের বিরুদ্ধে প্রচার বন্ধ না করলে মুন্ডপাত করা হবে। এমনকি অয্যোধা ও মথুরাতেও বোমা মারার হুমকি দেওয়া হয়েছে। পিএফআইয়ের তালিকা রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, বিধায়কের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সোলাপুর থানার পুলিশ।

কয়েকদিন আগেই পিএফআইকে নিষিদ্ধ করে কেন্দ্র সরকার। সেপ্টেম্বরের ২২ তারিখ পিএফআই ও সহযোগী সংগঠনগুলির পিছনে ১৫ টি রাজ্যের ৯৩ জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতে নেওয়া হয় ২৭০ জনকে। ২৭ সেপ্টেম্বর পাঁচ বছরের জন্য সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র সরকার।
কেন্দ্র সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, জঙ্গি সংগঠন আইসিস এবং সিমির সঙ্গে যোগ রয়েছে পিএফআইয়ের। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, দেশের সার্বভৌমত্ব এবং ঐক্যের জন্য ক্ষতিকারক কাজের সঙ্গে যুক্ত পিএফআই।
পিএফআইয়ের র্যাডারে নরেন্দ্র মোদি, বিরাট ঘোষণা নিষিদ্ধ সংগঠনের

কিন্তু তাতেও দমে থাকেনি নিষিদ্ধ সংগঠনের নেতারা। কখনও তাঁরা হুমকি দিয়ে বলছেন, আমরা প্রতিশোধ নিতে আবার ফিরব। আমাদের দিকে নজর রাখুন। এখন নতুন করে হুমকির চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।