নজরবন্দি ব্যুরোঃ ফের রাজ্য পুলিশের নজরে আরও এক শুভেন্দু ঘনিষ্ঠ নেতা। কাঁথির পাশাপাশি শিল্প শহর হলদিয়াতেও দুর্নীতির অভিযোগে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে চলে তল্লাশি। নন্দীগ্রামের বিধায়কের ঘনিষ্ঠ বিজেপি নেতা তথা হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের অফিসে চলে তল্লাশি। পুলিশের অভিযানে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে অফিস।
আরও পড়ুনঃ Durga Puja Carnival: কার্নিভালে বাদ পড়ল পার্থর নাকতলা, কারাবাসই বঞ্চনার প্রধান কারণ!
২০২১ সালের অগস্টে টেন্ডার দুর্নীতি নিয়ে হলদিয়ার ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে এফআইআর করে তৎকালীন পুরবোর্ড। অভিযোগ নিজের ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছেন তিনি। সেই মামলায় নতুন করে তদন্ত শুরু করল পুলিশ।

হলদিয়ার পুরসভায় পুরনো নথি সংগ্রহের কাজ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে, মহকুমাশাসক তথা পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়,মহকুমার বিভিন্ন থানার ওসি, পুলিশ আধিকারিকরা। শ্যামল আদকের অফিস থেকে উদ্ধার করা তথ্য আগামী দিনে তদন্তে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।
২০২০-২০২১ সালে হলদিয়া পুরসভা একাধিক টেণ্ডার দুর্নীতির অভিযোগ উঠেছিল শ্যামল আদকের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন ওই ব্যক্তি। জেলা পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। এরপরেই অতি সক্রিয় ভূমিকায় দেখা গেলো পুলিশকে।
নজরে আরও এক শুভেন্দু ঘনিষ্ঠ নেতা, ফের সক্রিয় ভূমিকা পুলিশের

গতকাল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ সামলেছেন সৌমেন্দু। পরে দাদা শুভেন্দুর মতো বিজেপিতে যোগদান করেন তিনি। গত পুরসভা নির্বাচনে পরাজিত হন। অথচ সৌমেন্দুর আমলেই একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই বিষয়ে গতকাল টানা ১০ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি। এরপরেই বাড়ল পুলিশের সক্রিয়তা।