নজরবন্দি ব্যুরোঃ ছেলে অভিনেতা আর বাবা ইঁটভাটার শ্রমিক, শুনেই যেন মনে প্রশ্ন ওঠে এমনও হয়? কিন্তু এটাই সত্যি, গর্বিত বাংলা বঙ্গসন্তানদের জয়জয়কার সর্বত্র। বাবা ইঁটভাটার শ্রমিক, ছেলে আরিফ পেলেন সেরা শিশু শিল্পীর সম্মান! দেশের সীমা লঙ্ঘন করে বাংলার ঘরের ছেলেরা পৌঁছে গিয়েছে বিশ্বের দরবার পর্যন্ত। জিতে এনেছে আন্তর্জাতিক পুরস্কার। গর্বিত করেছে দেশকে। যত সময় এগোচ্ছে বাংলার ছেলেরা প্রমাণ করেছে বাংলা যে কোনো অংশে পিছিয়ে নেই। এবার এক ইটভাটার কর্মীর ছেলে নিজের প্রতিভার গুনে গর্বিত করলো বাংলাকে।
আরও পড়ুনঃ প্রতারণার অভিযোগ, যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন মিথিলা
নয় বছরের ছেলে আরিফ শেখ, পশ্চিমবঙ্গের তস্য গ্রামের বাসিন্দা। বাবা ইটভাটার কর্মী হওয়ায় বোঝাই যায় পরিবারের নিত্য সঙ্গী অভাব অনটন। তার সাথে লড়াই করেই বেড়ে ওঠা আরিফের। ২৪ তম অলিম্পিয়া চলচ্চিত্র উৎসবে বেস্ট চাইল্ড পারফরম্যান্স বিভাগে পুরস্কার ছিনিয়ে এনেছে ছোট আরিফ। প্রতিভা আর মনের জোরে যে সব প্রতিকূলতাকে অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছনো যায় সে কথা প্রমাণ করেছে আরিফ।
দিন আনি দিন খাইয়ের পরিবারে অভিনয় তো দূর অন্ত, যাদের ঠিকমতো খাওয়ার জোট না তাদের কাছে এসব ভাবনা তো কল্পনামাত্র। কিন্তু ছোট আরিফের অভিনয়ের প্রতি অমোঘ ভালোবাসা তাকে থামিয়ে রাখতে পারেনি। পৌঁছে দিয়েছে তার স্বপ্নে। প্রমাণ করেছে সে ইচ্ছাশক্তির দ্বারা সমস্ত অসাধ্য সাধন সম্ভব।
আরিফের অভিনয় জগতে প্রবেশ পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের হাত ধরে। ‘দোস্তজী সিনেমাতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে। এই সিনেমার মাধ্যমেই অভাবনীয় সাফল্যের মুখ দেখে সে। ১৯৯৩ সালে মুম্বই হামলার প্রেক্ষাপটেই দোস্তজী সিনেমাটি নির্মিত হয়েছে। ডোমকল গ্রামের দুই বন্ধুর নিখাদ ভালোবাসার কাহিনী নিয়ে ঘটনা এগিয়েছে। সফিকুলের চরিত্রে অভিনয় করেছে ছোট আরিফ। প্রসূন চট্টোপাধ্যায় প্রথম থেকে আরিফের মধ্যে সফিক চরিত্রের প্রতিফলন দেখতে পেয়েছিলেন। ওই চরিত্রের জন্য আরিফ যে উপযুক্ত তা প্রমাণিত হয়েছে পরবর্তীতে।
শ্রমিক বাবার ছেলে পেলেন সেরা শিশু শিল্পীর সম্মান! গর্বিত বাংলা

আন্তর্জাতিক ২৪ তম অলিম্পিয়া চলচ্চিত্র উৎসবে বেস্ট চাইল্ড পারফরম্যান্স বিভাগে পুরস্কার পেয়ে সে গর্বিত করেছে তার মা বাবা তথা সমগ্র দেশবাসীকে। আরিফের জীবনের প্রথম ভাগের সূচনাই হলো এত বৃহৎ সাফল্যের মাধ্যমে ভবিষ্যত জীবনের জন্য আমরা আরও সাফল্য কামনা করি। দেশের মাটিতে বঙ্গসন্তানের প্রতিভা যেনো বারবার গর্বিত করতে পারে দেশবাসীকে।