নজরবন্দি ব্যুরোঃ এখনকার সময় বেশিরভাগ মানুষেরই রাগ জাগার অভ্যাস থাকে। কেউ কাজের জন্য কেউ আবার মোবাইল ঘাটার জন্য দিনের পর দিন রাত জাগেন। কিন্তু আপনারা কি জানেন দীর্ঘসময় ধরে রাগ জাগার ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে।
আরও পড়ুনঃ প্রিয়াঙ্কাকেই করা হোক প্রধানমন্ত্রীর মুখ, দাবি প্রবীণ কং নেতার
দীর্ঘদিন ধরে রাত জাগলে সারাদিন ঘুম ঘুম লাগে। সারাদিন ধরে শরীরে ক্লান্তি ভাব কাজ করে। আলস্য সৃষ্টি হয় শরীরে। অতিরিক্ত খিটখিটে হয়ে যায় মানুষ। শুধু তাই নয় অতিরিক্ত রাত জাগার ফলে ওজন ও বিশাল পরিমাণে বৃদ্ধি পায়। এমনকি শরীর চর্চা করার ও শক্তি থাকে না।
অতিরিক্ত রাত জাগার ফলে শরীরে রক্তচাপের পরিমান বাড়তে থাকে। এবং যাঁদের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাঁদের সেটি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয় এর ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
রাত জাগার অভ্যাস এক্ষুনি পালটান, নাহলে ঘটতে পারে অনথ্য
দিনের পর দিন ঠিক মত না ঘুমালে মানসিক অবসাদের সৃষ্টি হয়। কারণ এর ফলে হরমোনের ক্ষরণ অস্বাভাবিক হয়ে যায় ফলে স্বাভাবিকভাবেই ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মতো সমস্যার সৃষ্টি হয়। ২০১৪ সালে হওয়া এক গবেষণার ভিত্তিতে জানা গেছে, ছয় ঘণ্টার থেকে কম পরিমান ঘুমালে অনির্দিষ্ট ভাবে ওজন বাড়তে থাকে। এমনকি মাথায় দীর্ঘস্তায়ি যন্ত্রণাও সৃষ্টি হয়। এমনকি সেই ঘটনায় মানুষ মারাও যেতে পারে।