রাজভবনের উত্তর দিকের গেটের নামও বদলে ফেলেছেন রাজ‌্যপাল। নতুন নাম ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’
the gate name changed on the north side ofRaj Bhavan

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি শান্তিনিকেতনে বসানো হয়েছে ওয়ার্ল্ড ‘হেরিটেজ’ নামক তিনটি ফলক। কিন্তু কোনটিতেই নাম নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। এই নিয়ে কিছুদিন ধরেই চলছে জোর বিতর্ক। এবার এই প্রসঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ‌্যালয়ের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালেন পশ্চিমবঙ্গের রাজ‌্যপাল সি ভি আনন্দ বোস।

আরও পড়ুনঃ ফের হাজির করোনার নয়া উপসর্গ, ‘পিরোলা’ স্ট্রেনে আক্রান্ত হলে বুঝবেন কীকরে?

কিছুদিন আগেই বিশ্ব হেরিটেজের তকমা পেয়েছে শান্তিনিকেতন। ইউনেস্কোর তরফ থেকে গত রবিবারই তা টুইট করে ঘোষণা করা হয়। সেই কারনেই ওয়ার্ল্ড হেরিটেজ নামক তিনটি ফলক বসানো হয়েছিল। কিন্তু যেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের সাথে ওতপ্রত ভাবে জড়িত তার নামই নেই ফলকে। এই ঘটনাটি সামনে আসা মাত্রই ভীষণ ক্ষুব্ধ হয়েছে রাজ্যপাল।

রাজভবনের উত্তর দিকের গেটের নামও বদলে ফেলেছেন রাজ‌্যপাল, নতুন নাম ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’

রাজ্যপাল এর পরেই রিপোর্ট চেয়ে পাঠায় বিশ্বভারতী বিশ্ববিদ‌্যালয়ের কাছ থেকে। এবং বিশ্ববিদ্যালয়কে তিনি নির্দেশ দেন কবিগুরুর নাম-সহ নতুন ফলক ব্যবহার করার জন্য। শুধুতাই নয়, রাজ্যপালের নির্দেশে রাজভবনের উত্তর দিকের গেটের নাম বদলে করে দেওয়া হয়েছে ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’।

রাজভবনের উত্তর দিকের গেটের নামও বদলে ফেলেছেন রাজ‌্যপাল, করেছেন ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’

রাজভবনের উত্তর দিকের গেটের নামও বদলে ফেলেছেন রাজ‌্যপাল, নতুন নাম ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’

প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের আগস্টমাসে বিশ্বভারতী শান্তিনিকেতন ঘুরে দেখতে এসেছিলেন ইউনেস্কো। ইউনেস্কোর প্রতিনিধিদল পুরো বিদ্যালয়টি ঘুরে দেখে সিদ্ধান্ত নেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেওয়ার। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় নাম দীর্ঘপ্রতীক্ষার পর অবশেষে নাম জুড়েছিল বিশ্বভারতীর।