Weather Update: ১৪১ দিন পর মিলল রেহাই, বছরের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা

১৪১ দিন পর মিলল রেহাই, বছরের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা
The first rain in west bengal

নজরবন্দি ব্যুরোঃন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু বেশ কিছুদিন ধরে আকাশ মুখভার করে থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। তবে কাল রাতে অপেক্ষার অবসান হল। কয়েক মিনিটের বৃষ্টিতে সারা শহর যেন মুক্তির স্বাদ পেলো।

আরও পড়ুনঃ আজ শুরু ওয়ানডে সিরিজ,অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হাড্ডাহাড্ডি লড়াই

বছরের প্রথম বৃষ্টি ছিল। ১৪১ দিন আগে কালিপুজার সময় শেষ বৃষ্টি হয়েছিলো। অক্টোবর মাসের পর ফেব্রুয়ারী মাসে আবার বৃষ্টির দেখা পেলো শহরবাসী। কাল রাতে বহু জেলায় আছড়ে পরেছিল কালবৈশাখী। বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি বিভিন্ন জেলায় ঝড়ের দাপটে গাছও ভেঙে পরেছিল, কিছু কিছু জেলায় শিলা বৃষ্টিও হয়েছে।

Weather Update: ১৪১ দিন পর মিলল রেহাই, বছরের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা
১৪১ দিন পর মিলল রেহাই, ভিজল গোটা বাংলা

দীর্ঘ চার মাস পর  বাঁকুড়ার বাসিন্দারা বৃষ্টির দেখা পেয়েছে। জমিয়ে বৃষ্টি হয়েছে দুর্গাপুরেও। কাল সন্ধ্যেয় কলকাতাসহ একাধিক জেলায় হালকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি শুরু হয় শহরে। বৃষ্টির পরিমাণ খুব কম ছিল। তবে এতদিন জাবত পারদ এত তাই চরেছিল তা থেকে এই এক পসলা বৃষ্টিতেই রেহাই মিলল।

১৪১ দিন পর মিলল রেহাই, ভিজল গোটা বাংলা

Weather Update: ১৪১ দিন পর মিলল রেহাই, বছরের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা

 

তবে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এখনও বর্তমান। রাজস্থানে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।  তামিলনাড়ু থেকে কঙ্কন পর্যন্ত কর্নাটকের উপর দিয়ে একটি অক্ষরেখা গেছে। আরও একটি সক্রিয় অক্ষরেখা  রয়েছে ফলে আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়