নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচের সময় বিরাটের সাথে অনুষ্কাকে দেখা গিয়েছিল। সেই সময় বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার হোটেলে ঢোকার সময়ে বিরাট এবং অনুষ্কাকে ক্যামেরাবন্দি করা হয়। সেই ছবিতেই ধরা পড়েছে অভিনেত্রীর বেবি বাম্প। এই ছবি সামনে আসা মাত্রই তুমুল জল্পনা শুরু হয়ে যায়।
আরও পড়ুনঃ সেনাবাহিনীতে টোটা রায় চৌধুরী! আসছে নতুন বলিউড ছবি ‘দিলার’
তবে অনুষ্কার মা হওয়ার খবর নতুন কিছু নয়। এই ঘটনার সুত্রপাত হয় বেশ কিছুমাস আগে। মুম্বইয়ের একটি ক্লিনিকের সামনে পাপারাৎজিদের কাছে বিরাট ও অনুষ্কা ধরা পড়েছিলেন। সেই খবর নাকি চেপে যেতে বলেছিলেন তারকা দম্প্রতি।
শুধু তাই নয় তার কিছুমাস পরেই আরও একটি ভিডিও ভাইরাল হয়। বিরাট এবং অনুষ্কার। ওই ভিডিওতে দেখা যাচ্ছিল দুজনে নিজেদের বাড়ির বাইরের বাগানে হাত ধরে হাঁটছেন। সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছিল অভিনেত্রীর বেবি বাম্প। তবে এই প্রসঙ্গে বিরাট এবং আভিনেত্রীর মধ্যে কেউই মুখ খোলেননি। এবা অনুরাগীরা অধীর আগ্রহে বসে রয়েছে কবে সুখবর সামনে আনবেন তারা।
ভারতের টিম হোটেলে বিরাটের সঙ্গে অনুষ্কা, স্পষ্ট বেবিবাম্প
প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি বিরাট ইডেনের মাঠে সেঞ্চুরি করে নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন। জন্মদিনে স্ত্রীও বিরাটকে বেশ অন্যভাবে শুভেচ্ছা জানিয়েছেন। মোটের ওপর এবারের জন্মদিনটি অন্যবারের থেকে একেবারে আলাদা কেটেছে। বিরাটের টিম পরপর টানা সাত খানা ম্যাচ জিতেছেন।