নজরবন্দি ব্যুরো: শেষ হল ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ। এই সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৬৬ রানে জয়লাভ করেছে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটাররা প্রত্যেকেই হাফসেঞ্চুরি করেন। পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল বল হাতে ৪০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ সেপ্টেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
যদিও ভারতীয় ক্রিকেট দল এই সিরিজটা ২-১ ব্যবধানে জয়লাভ করেছে। ম্যাচ হেরে ও সিরিজ জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন বিশ্বকাপের জন্য তাঁর দল তৈরি। বুধবার ম্যাচের শেষে রোহিত বলছিলেন,

”আমাদের ১৫ জনের দলে কার কী কাজ, কার থেকে আমরা কী চাই, এই সব কিছুই খুব স্পষ্ট। আমাদের মধ্যে কোনও দ্বিধা নেই। আমরা জানি কী করতে যাচ্ছি।” তিনি আরও বলেন “শেষ সাত-আটটা ম্যাচ আমরা আলাদা আলাদা পরিবেশে বেশ ভালই খেলেছি। প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সেগুলোও ভাল ভাবে সামলাতে পেরেছি।”
বিশ্বকাপের জন্য তৈরি দল, সিরিজ জিতে সাফ জানালেন রোহিত
শেষ ম্যাচে রোহিত নিজে যেভাবে ব্যাট করেছেন তাতে অনেকেই আশাবাদী হবেন। ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ ৮১ রানের ইনিংসে নয়া রেকর্ডও গড়েছেন। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেললেন ভারত অধিনায়ক।
