নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় উপনির্বাচনের ফলাফল নিয়ে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিপুরা উপনির্বাচনে বিজেপির বিপুল জয় নিয়ে উচ্ছ্বসিত বাংলার বিরোধী দলনেতা বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আছে ছাপ্পা মেরে। যেদিন এখানে ছাপ্পা মারা বন্ধ হয়ে যাবে সেদিনই রাজ্য থেকে বিদায় নেবে তৃণমূল। তৃণমূলকে গরুর গাড়ির হেডলাইট এবং স্যান্ডো গেঞ্জির বুকপকেট বলে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুনঃ কংগ্রেসের বিজয় মিছিলে বিজেপির হামলা, ফলাফলের দিনেও রক্তাক্ত ত্রিপুরা
নন্দিগ্রাম থেকে এদিন শুভেন্দু অধিকারী তৃণমূলকে ব্যঙ্গ করে তোলামূল বলে অভিহিত করেন। তিনি বলেন, “সব জায়গায় চতুর্থ হয়েছে আর সব সিটে জমানত জব্দ হয়েছে। তিনি আরও বলেন যে ‘আগেই তো বলে দিয়েছিলাম এই চোর পার্টিকে, দূর্নীতিগ্রস্ত দলকে পরিবারতন্ত্র নিয়ে চলা দলকে কেউ মেনে নেবে না কোথাও। বাংলায় আছে ছাপ্পা মারে বলে। যেদিন ছাপ্পা মারা বন্ধ হয়ে যাবে সেদিন বাংলাতেও থাকবে না।”
ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গেরুয়া ঝড় বয়ে গেছে এদিন। চারটি আসনের তিনটি বিজেপি। একটি আসনে জিতে দু’নম্বরে স্থান পেয়েছে কংগ্রেস। বামফ্রন্টের চেয়ে অনেক ভাল ফল করেছে হাত শিবির। বামেদের কপালে চারটি আসনের মধ্যে মাত্র একটি আসনে দ্বিতীয় স্থান জুটেছে। তবে সবচেয়ে খারাপ ফল হয়েছে তৃণমূলের। ত্রিপুরাকে পাখির চোখ করা ঘাসফুলের সব আসনেই জামানত জব্দ হয়েছে।
বড়দোয়ালি আসন থেকে জয়ী হয়েছেন বিজেপির মানিক সাহা। তিনি পেয়েছেন ১৭,১৮১টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দু’বারের বিধায়ক আশিস সাহা পান ১১,০৭৭টি ভোট। বাম প্রার্থী পেয়েছেন ৩,৩৭৬টি ভোট। আর এই কেন্দ্রের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সংহিতা ভট্টাচার্য পেয়েছেন মাত্র ৯৮৬টি ভোট।
‘বাংলায় ছাপ্পা মারা যায় বলেই তৃণমূল আছে’, ত্রিপুরায় গেরুয়া ঝড়ে উচ্ছ্বসিত শুভেন্দু।

আগরতলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরত আসা সুদীপ রায় বর্মণ। সুদীপ পান ১৭,৪৩১টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক সিংহ পান ১৫,২৬৮টি ভোট। বাম প্রার্থী কৃষ্ণা মজুমদার ৬,৮০৮টি ভোট পেয়ে তৃতীয় স্থান পান। এবং তৃণমূলের প্রণব দেব পান মাত্র ৮৪২টি ভোট।
যুবরাজনগর কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ। তিনি পেয়েছেন ১৮,৭৬৯টি ভোট। এই একটি কেন্দ্রেই দ্বিতীয় স্থান পেয়েছে বামেরা। সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্রচন্দ্র নাথ পান ১৪,১৯৭টি ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১,৪৪০টি ভোট এবং তৃণমূল পেয়েছে মাত্র ১,০৮০টি ভোট। সুরমা কেন্দ্রের উপনির্বাচনেও শেষ হাসি হেসেছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির পার্থী স্বপন দাসের প্রাপ্ত ভোট ১৬,৬৭৭। কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী পেয়েছেন ১২,০৯৪টি ভোট। এই আসনে সিপিআইএম প্রার্থী পেয়েছেন ৮,৪১৫ টি ভোট এবং তৃণমূল পেয়েছে ১,৩৪১টি ভোট।