Mohan Bhagwat: নেতাজি যে দেশের জন্য লড়াই করতেন, সেই দেশেই তাঁর বিরোধী ছিল, মন্তব্য আরএসএস প্রধানের
Mohan Bhagwat on Netaji Subhas Chandra Bose

নজরবন্দি ব্যুরোঃ নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার কলকাতার শহিদ মিনারে জনসভা সারলেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। নেতাজীর প্রতি সঙ্ঘের প্রেম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সোমবার নেতাজী সম্পর্কে বলতে গিয়ে জানালেন নেতাজীর স্বপ্নপূরণ আরএসএসের লক্ষ্য। নেতাজি যে দেশের জন্য লড়াই করতেন, সেই দেশেই তাঁর বিরোধী ছিল, মন্তব্য আরএসএস প্রধানের।

আরও পড়ুনঃ স্ত্রীয়ের কাছে যেতে রোজ সাজেন বৃদ্ধ, এর আসল কারণ কি? শুনলে অবাক হবেন আপনি

তাঁর কথায়, নেতাজির স্বপ্ন ছিল ভারত গঠন। সমগ্র ভারতের একটা ধারণা দিয়েছিলেন তিনি। তাঁর লক্ষ্যই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। পথ আলাদা হতেই পারে কিন্তু গন্তব্য এক হোক। ব্যক্তিগত নয়, কর্ম সমষ্টিগত ভাবে। সবাইকে নিয়ে তৈরি হোক ভারত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই ভারত গড়ার কাজটাই করে চলেছে।

নেতাজি যে দেশের জন্য লড়াই করতেন, বিরোধী ছিল সেই দেশেই 
নেতাজি যে দেশের জন্য লড়াই করতেন, বিরোধী ছিল সেই দেশেই 

 

তাঁর সংযোজন, নেতাজির সমস্ত গুন আমদের মধ্যে থাকা উচিত। কংগ্রেসের সঙ্গে ছিল কিন্তু যখন বুঝেছেন আর চলবে না, তখন নিজেই লড়াই করেছেন। নেতাজী যা লক্ষ্য, আমাদের সঙ্ঘের সেই লক্ষ্য। সেই কাজ করে চলেছে সঙ্ঘ। নেতাজির অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই হবে। প্রথমে তাঁরা আইন মেনেই স্বাধীনতার লড়াই করেছিলেন। রাস্তা আলাদা হলেও গন্তব্য একই ছিল। নেতাজির দেখানো গন্তব্যই আমাদের গন্তব্য। আরএসএসে আমরা তো সেটাই করি। ভারত বিশ্বে অবদান রাখতে পারে, এমন ভাবে তাকে তৈরি করাই ছিল সুভাষ বাবুর লক্ষ্য।

এরপরেই তিনি বলেন, নেতাজি যে দেশের জন্য লড়াই করতেন, সেই দেশেই তাঁর বিরোধী ছিল। কিন্তু নিজেদের মধ্যে লড়াইয়ের পক্ষপাতী ছিলেন না নেতাজি। তিনি ছিলেন আদর্শ নেতা। সবাইকে নেতৃত্ব দিতে পারতেন। কখনও কারোর মধ্যে বিভেদ আনার চেষ্টা করেননি।

নেতাজি যে দেশের জন্য লড়াই করতেন, বিরোধী ছিল সেই দেশেই 

নেতাজি যে দেশের জন্য লড়াই করতেন, বিরোধী ছিল সেই দেশেই 

এদিন মোহন ভগবতের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারীর নেতারা। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদাররা। সকলেই এদিন আরএসএসের নির্দিষ্ট পোশাক পরে উপস্থিত ছিলেন।