এবার কড়া নিয়ম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, রাত ১০ টার মধ্যে ঢুকতে হবে হস্টেলে
strict rules in Jadavpur University

নজরবন্দি ব্যুরো: অ্যান্টি র‌্যাগিং কমিটি আগেই পুনর্গঠন করা হয়েছিল। এবার ৫৫ সদস্যের অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড গড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ক্যাম্পাস ও হোস্টেলগুলি সব গেটে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। বুধবার হোস্টেল নিয়ে কড়াকড়ি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সরাসরি ডাকযোগে বাড়িতে পৌঁছে যাবে সম্পত্তির দলিল, মমতা সরকারের নয়া উদ্যোগ ‘‌দুয়ারে দলিল’‌

এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে রাত ১০ টা বাজলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন গেট বন্ধ হয়ে যাবে। পরদিন সকাল ছ’টার আগে সেই গেট খুলবে না। অর্থাৎ হস্টেলের আবাসিকদের রাত ১০ টার মধ্যে ফিরে আসতে হবে। এমনই কড়া নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Jadavpur University: এবার কড়া নিয়ম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, রাত ১০ টার মধ্যে ঢুকতে হবে হস্টেলে

সেইসঙ্গে বহিরাগতদের দাপটে রাশ টানতেও কড়া পদক্ষেপ করা হয়েছে। ভিজিটরদের সঙ্গে আবাসিকরা থাকতে পারবেন ভিজিটর রুমে বা তা না থাকলে টিভি-কাম-রিক্রিয়েশন রুমে। আবাসিকদের সঙ্গে দেখা করতে আসা সকল ভিজিটরদের গেটে থাকা রেজিস্টার খাতায় নাম, ঠিকানা, মোবাইল নম্বর নথিভুক্ত করে ঢুকতে হবে।

এবার কড়া নিয়ম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, রাত ১০ টার মধ্যে ঢুকতে হবে হস্টেলে

Jadavpur University: এবার কড়া নিয়ম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, রাত ১০ টার মধ্যে ঢুকতে হবে হস্টেলে

তাঁর ভিজিটর যেন এই নিয়ম মেনেই প্রবেশ করেন, তা সুনিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট আবাসিককে। বুধবার সেই কঠোর নির্দেশিকা জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের সদস্য সংখ্যা ছিল ১৮। সেই সংখ্যা বেড়ে একেবারে ৫৫ হয়েছে।