কাল থেকে শুরু অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে, সব প্রোডাক্ট অবিশ্বাস্য কম দামে
Starting at the Amazon Great Freedom Festival Sale

নজরবন্দি ব্যুরোঃ অগাস্টের শুরু থেকেই ই-কমার্স সাইটগুলি কোনও না কোনও অফার নিজে হাজির হবে। ই-কমার্স জায়ান্ট অ্যামাজন তার গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের তারিখ পরিবর্তন করেছে। এখন ৫ থেকে ৯ আগস্টের মধ্যে লাইভ হওয়ার পরিবর্তে, এই ইভেন্টটি ৪ অগাস্ট থেকে ৮ অগাস্ট চলবে এই সেল।

আরও পড়ুনঃ ‘আপনি এখন…নার্সিং হোমে বুর্জোয়া বিছানায়’, নাম না করে ‘অসুস্থ’ বুদ্ধবাবুকে নিশানা কবীর সুমনের

তবে আমাজনের প্রাইম কাস্টমারদের জন্য ৩ তারিখ দুপুর ১২ টায় শুরু হয়ে যাবে এই সেল। আপনি এই সেলে টিভি থেকে শুরু করে, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্টফোন, সব কিছুপ উপরই ছাড় পেয়ে যাবেন। তাই নতুন কোনও ডিভাইস কেনার প্ল্যান করে থাকলে, এই সেলটি আপনার জন্য উপযুক্ত। এখন বাজার গিয়ে কেনাকাটা অনেকেই পছন্দ করেন না।

কাল থেকে শুরু অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে, সব প্রোডাক্ট অবিশ্বাস্য কম দামে
কাল থেকে শুরু অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে, সব প্রোডাক্ট অবিশ্বাস্য কম দামে

চেষ্টা করেন বাড়িতে বসেই প্রয়োজনীয় জিনিস হাতের নাগালে পেতে। সংস্থা সূত্রে খবর, মোটের উপর সমস্ত সামগ্রীর উপরই ছাড় থাকবে কমবেশি। তবে যাদের এরমধ্যে মোবাইল, ল্যাপটপ বা কোনও গ্যাজেটস কেনার আছে তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। অনেকটা ছাড় পাবেন ইলেকট্রনিক জিনিসে। অফার গুলির এই রকম ।

কাল থেকে শুরু অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল, সব প্রোডাক্ট অবিশ্বাস্য কম দামে

Amazon Great Freedom Festival Sale-এ আপনি Redmi এর ৪৩-ইঞ্চি 4K স্মার্ট টিভি মাত্র ২৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন, যেখানে এর আসল দাম ৪২,৯৯৯ টাকা। আপনি স্যামসাং ব্র্যান্ডের ৪৩-ইঞ্চি 4K স্মার্ট টিভি ৩১,৯৯০ টাকায় কিনতে পারেন, যেখানে এর আসল দাম ৪৭,৯০০ টাকা। এই সেলে, ৭৭৯০ টাকায় আপনি রেফ্রিজারেটর কিনতে পারবেন।

কাল থেকে শুরু অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল, সব প্রোডাক্ট অবিশ্বাস্য কম দামে

কাল থেকে শুরু অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল, সব প্রোডাক্ট অবিশ্বাস্য কম দামে

স্মার্ট টিভি ৬,৯৯৯ টাকায়, ওয়াশিং মেশিন ৫,৯৯০ টাকায়। এছারাও জানা গিয়েছে, স্যামসাং, ওয়ান প্লাস, ওপ্পো-সহ বিভিন্ন কোম্পানির ফোনে থাকছে ছাড়। সেই সঙ্গে এসবিআই ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।