নজরবন্দি ব্যুরোঃ এয়ারপোর্ট থেকে ফেরার বা যাওয়ার সময় সেলেব্রিটিদের প্রায় তাদের অনুরাগীরা ছেকে ধরে, কেউ সেলফি নেওয়ার জন্য বা কেউ অটোগ্রাফের জন্য বায়না ধরে। সেলেব্রিটিরা এতে বেশ খুশিই হয়। তবে যদি কোন অনুরাগী অন্য কোন সেলেব্রিটির সাথে সেই সেলেব্রিটিকে গুলিয়ে ফেলে তখন সেই সেলেব্রিটির রিয়াকশন কেমন হয়?
আরও পড়ুনঃ শাহরুখ ভক্তদের জন্য এবার সুখবর, পাঠান এবার ওটিটি তেও
হ্যাঁ এমনই এক অদ্ভুদ ঘটনাই ঘটেছে শাহরুখ কন্যার সাথে, অন্য সময়ের মত সেইদিন ও তিনি এয়ারপোর্ট থেকে ফিরছিলেন, এমন সময় তাঁর কিছু অনুরাগী তাঁকে দেখতে পায় এবং ছুটে আসে, অনেকেই সেলফি তোলেন এবং অটোগ্রাফ ও নেন, এদের মত সেই অনুরাগী ও এসে সেলফি তোলেন।
সেলফি তোলার পরই সেই অনুরাগী সুহানাকে দীপিকা বলে সম্মোধন করে বসে, তা শুনে সুহানা কিছুক্ষণ হতভম্ব হয়ে সেই অনুরাগীর মুখের দিকে চেয়ে থাকে এর পর সে খানিকটা মুচকি হেসে সেই অনুরাগীর ভুল ভাঙিয়ে দেয়, এই ঘটনায় শাহরুখ কন্যা যে একেবারে রাগ করেননি তা বলা বাহুল্য।
শাহরুখ কন্যাকে দীপিকা ভেবে ভুল অনুরাগীর, কি বললেন সুহানা?

আসলে দীপিকার মত পোশাক পরাই কাল হয়েছিলো সুহানার যার জেরেই এই হয়রানি। সেই পোশাক দেখেই হয়তো তাঁকে দীপিকা ভেবে ভুল করেছে অনুরাগী এমনটাই মত অনুরাগীদের।