Durga Pujo 2022: বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: এবার ৫০ বছরে পা দিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। শ্রীভূমির প্রতিমার জন্য সোনার অলঙ্কার বরাদ্দ একথা অজানা নয়। তবে এবছর পুজোর ৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষে বাড়ানো হচ্ছে সোনার গহনার ওজন। যদিও ঠিক কত কিলো গয়না পরানো হয়েছে এই বছরে সেই বিষয়ে মুখ খোলেননি পুজোর উদ্যোক্তা তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন: উৎসবের মরশুমে কিছুটা স্বস্তিতে আমজনতা, দেশে কমলো করোনা সংক্রমণ

দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘প্রতি বছরই বিভিন্ন গয়না প্রস্তুতকারক সংস্থা পুজোর জন্য এই গয়নাগুলি প্রতিমাকে দেয়। পুজোর কয়েকটা দিন দেবীর গায়ে পরানো থাকে গয়না। পুজোর পর ওই সংস্থা নিজেদের খুলে নিয়ে যায় সব গয়না। এই বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনেক বেশি পরিমানে গয়না পরানো হয়েছে।’ রবিবার মহালয়ার দিন প্রতিমার গায়ে সোনার গহনা পড়ানো হয়। সুজিত বসু নিজেই সর্বসমক্ষে আনেন গহনা।

বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক
বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘শ্রীভূমিতে মাকে যে গয়না পড়ানো হয় তা দেখার জন্য সকলেই উৎসাহিত থাকেন।’ মায়ের মুকুট থেকে শুরু করে শরীরের সর্বত্রই সোনা ব্যবহার করা হয়েছে। আগামীকাল থেকে দর্শনের জন্য মন্ডপ খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পুজোর দিনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নজরদারিতে মোতায়েন থাকে বিশাল নিরাপত্তাবাহিনী। এবছরও প্রায় ৪০০ ভলেন্টিয়ার থাকবে বলে খবর।

বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক

Durga Pujo 2022: বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক

গত বছর দুবাইয়ের বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়েছিল শ্রীভূমী স্পোর্টিং ক্লাব, তবে বেলাগাম ভিড় সামাল দিতে সপ্তমী রাতেই বন্ধ করে দিতে হয়েছিল দর্শকের প্রবেশ। এবছর রোমের ভ্যাটিকান সিটির আদলে তৈরি হয়েছে শ্রীভূমির মণ্ডপ।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

Lifestyle and More...