Durga Pujo 2022: বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক

বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক
durga of sreebhumi is decorated with valuable gold jewellery

নজরবন্দি ব্যুরো: এবার ৫০ বছরে পা দিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। শ্রীভূমির প্রতিমার জন্য সোনার অলঙ্কার বরাদ্দ একথা অজানা নয়। তবে এবছর পুজোর ৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষে বাড়ানো হচ্ছে সোনার গহনার ওজন। যদিও ঠিক কত কিলো গয়না পরানো হয়েছে এই বছরে সেই বিষয়ে মুখ খোলেননি পুজোর উদ্যোক্তা তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন: উৎসবের মরশুমে কিছুটা স্বস্তিতে আমজনতা, দেশে কমলো করোনা সংক্রমণ

দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘প্রতি বছরই বিভিন্ন গয়না প্রস্তুতকারক সংস্থা পুজোর জন্য এই গয়নাগুলি প্রতিমাকে দেয়। পুজোর কয়েকটা দিন দেবীর গায়ে পরানো থাকে গয়না। পুজোর পর ওই সংস্থা নিজেদের খুলে নিয়ে যায় সব গয়না। এই বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনেক বেশি পরিমানে গয়না পরানো হয়েছে।’ রবিবার মহালয়ার দিন প্রতিমার গায়ে সোনার গহনা পড়ানো হয়। সুজিত বসু নিজেই সর্বসমক্ষে আনেন গহনা।

বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক
বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘শ্রীভূমিতে মাকে যে গয়না পড়ানো হয় তা দেখার জন্য সকলেই উৎসাহিত থাকেন।’ মায়ের মুকুট থেকে শুরু করে শরীরের সর্বত্রই সোনা ব্যবহার করা হয়েছে। আগামীকাল থেকে দর্শনের জন্য মন্ডপ খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পুজোর দিনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নজরদারিতে মোতায়েন থাকে বিশাল নিরাপত্তাবাহিনী। এবছরও প্রায় ৪০০ ভলেন্টিয়ার থাকবে বলে খবর।

বাড়ল মায়ের সোনার গয়নার ওজন, শ্রীভূমি স্পোটিং ক্লাবে এবার নয়া চমক

16 24

গত বছর দুবাইয়ের বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়েছিল শ্রীভূমী স্পোর্টিং ক্লাব, তবে বেলাগাম ভিড় সামাল দিতে সপ্তমী রাতেই বন্ধ করে দিতে হয়েছিল দর্শকের প্রবেশ। এবছর রোমের ভ্যাটিকান সিটির আদলে তৈরি হয়েছে শ্রীভূমির মণ্ডপ।