Sukanta Majumder: পরবর্তী রাজ্যপাল কে? সুকান্তর মন্তব্য ঘিরে জল্পনা শুরু

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সম্প্রতি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে অখিল গিরির মন্তব্য। সমস্ত ইস্যুকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে চাইছেন বিজেপি নেতারা। কিন্তু রাজভবনের সহযোগীতা অভাব বোধ করছেন সমস্ত নেতারাই। এরই মধ্যে সুকান্তর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। রাজ্যের পরবর্তী রাজ্যপাল কে হবেন? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ Dilip Ghosh: ও দু’পয়সার নেতা, ‘বাপ’ তুলে অভিষেককে অপমান দিলীপের

এর আগে রাজ্যপাল পদে ছিলেন জগদীপ ধনকড়। একাধিক ইস্যুতে রাজ্যপালকে পাশে পেয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু এখন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি। সেই জায়গায় লা গণেশনকে দায়িত্ব দেওয়া হ্যেছে। বাংলার পাশাপাশি মণিপুরের রাজ্যপাল তিনি। তাই শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বিরোধী দল বিজেপিকে।

পরবর্তী রাজ্যপাল কে? ধনকড়ের মতো কেউ? 
পরবর্তী রাজ্যপাল কে? ধনকড়ের মতো কেউ? 

এরই মধ্যে সুকান্ত মজুমদারের বক্তব্য, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমরা নতুন রাজ্যপাল পেতে চলেছি। তিনি জগদীপ ধনখড় সাহেবের যোগ্য উত্তরসূরি হবেন বলে আমার বিশ্বাস। তবে কি বর্তমান রাজ্যপালের ওপর আস্থা হারাচ্ছে মুরলীধর সেন লেনের নেতারা?

কিছুদিন আগেই রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়টিকে মোটেই সহজভাবে নেয়নি রাজ্যের বিরোধী দলনেতা। সকলের ওপর নজর রয়েছে বলে কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে। আবার কখনও বলেছেন, রাজভবনে চা খেতে আসিনি। আবার অন্যদিক থেকে দেখতে গেলে রাজ্য বনাম রাজ্যপালের যে দ্বন্দ্ব সেটা একপ্রকার ঘুচেছে। কিন্তু এতে সমস্যায় পড়েছে বিরোধী দল।

পরবর্তী রাজ্যপাল কে? ধনকড়ের মতো কেউ? 

পরবর্তী রাজ্যপাল কে? ধনকড়ের মতো কেউ? 
পরবর্তী রাজ্যপাল কে? ধনকড়ের মতো কেউ? 

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের মন্তব্য ছিল, তিনদিন ধরে বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আপনাদের জানিয়েছেন। তিনি আরও বলেন, জগদীপ ধনখড় যখন ছিলেন, তখন নিরপেক্ষভাবে সবাইকে সময় দিতেন। কিন্তু এনার দিক থেকে একটু রিলাকট্যান্ট দেখছি। এরপর সুকান্তর মুখে রাজ্যপাল বদলের কথা শুনে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...