নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার ক্ষেত্রে একটি বিশেষ বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদিকে নিয়ে গঠিত হয়েছে এই বিশেষ বেঞ্চ। আগামী দিনে এই বেঞ্চ থেকেই নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার শুনানি হবে।
আরও পড়ুন: রেজিস্টারের গাড়িতে ধাক্কা, ৭২ ঘণ্টার মধ্যে নওশাদকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দায়ের করা হয়েছিল একটি মামলা। গত ৯ই নভেম্বর এই মামলার শুনানিতে শীর্ষ আদালত একটি ডেডলাইন বেঁধে দেয়। বলা হয়, আগামী দু’মাসের মধ্যে তদন্তের সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে, কলকাতা হাইকোর্টে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনেরও নির্দেশ দেয় শীর্ষ আদালত।
বৃহস্পতিবার আইনজীবী ফিরদৌস শামিম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে নিয়োগ সংক্রান্ত মামলার প্রসঙ্গটি উত্থাপন করেন। এবং ঠিক একদিন পরেই, অর্থাৎ, শুক্রবার গঠিত হল একটি বিশেষ ডিভিশন বেঞ্চ। আর এই ডিভিশন বেঞ্চ গঠন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
গঠিত হল SSC নিয়োগ মামলার বিশেষ বেঞ্চ, ডেডলাইনের আগে তৎপর হাইকোর্ট
অন্যদিকে, নিয়োগের দাবিতে এখনও ধর্মতলা চত্বরে চলছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। এখনও একের পর এক মামলা দায়ের হচ্ছে হাইকোর্টে। চাকরিপ্রার্থীরা সরাসরি বলেছেন, তাঁরা আদালতের মুখের দিকে তাকিয়ে বসে আছেন। এখন আগামী দু’মাসের মধ্যে সিবিআই ও ইডি আদালতে কি রিপোর্ট জমা দেয় এবং তার ভিত্তিতে এই বিশেষ ডিভিশন বেঞ্চ কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
