নজরবন্দি ব্যুরো: বিভিন্ন কারণে আমাদের ত্বক আর চুলে সমস্যা দেখা দিচ্ছে। দিন দিন যেই ভাবে দুষণ বাড়ছে তাতে খেয়াল না রাখলে ত্বক ও চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চুলের! এখন সারাবছর খুশকি, চুল পড়া ,শুষ্ক চুল। একাধিক সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দু বিজেপিতে কেতুর দশা লাগিয়েছে! বিস্ফোরক অভিষেক
তাছাড়াও আপনি কি জানেন এই খুশকি কি? খুশকি ত্বকের বিশেষ একটি অবস্থাকে বুঝায়, যা মূলত মাথার খুলিতে বেশি দেখা যায়। এতে চর্মরেণু মাথার ত্বক থেকে আঁশের মত উঠে উঠে আসে, এবং ঝরে পড়ে। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে আপনাদের জন্য রইল কিছু টিপস।

সর্ব প্রথম কখনই ভেজা চুল নিয়ে বাইরে যাবেন না। তাছাড়াও অত্যাধিক স্টাইলিং টুল ব্যবহার করা এড়িয়ে চলুন। এতে চুলের শুষ্কতা বেড়ে যায়, যার ফলে বেশি পরিমাণে চুল ক্ষতিগ্রস্ত হয়। যদি সম্ভব হয় তাহলে বাইরে বেড়ানোর সময় নিজের মাথা ঢেকে রাখুন।
খুশকি-চুল পড়ায় নাজেহাল, কিভাবে নিজের চুলের খেয়াল রাখবেন
তাছাড়াও প্রতিদিন একটু সময় নিয়ে চুলকে ময়েশ্চারাইজেশন করুন। আর যদি প্রতিদিনই চুলে তেল দিতে পারেন তো আরও ভালো। পাশাপাশি শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করুন। তবে কখনই গরম জল দিয়ে চুল ধোবেন না। তাতে মাথার ত্বক আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। তাই গরম জল ব্যবহার এড়িয়ে চলুন।