আগামী সপ্তাহে মোদীর সাথে বৈঠকে বসছেন শেখ হাসিনা
Sheikh Hasina is having a meeting with Modi next week

নজরবন্দি ব্যুরো: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাচ্ছেন। আর সেখানেই নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। ব্রিকস সম্মেলন চলবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি, এবার ৪০ টাকা কিলো দরে মিলবে টমেটো, জানল সরকার

ব্রিকস সম্মেলনের সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জেনেভায় সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিকসে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস সম্মেলনে যাচ্ছেন।

আগামী সপ্তাহে মোদীর সাথে বৈঠকে বসছেন শেখ হাসিনা
আগামী সপ্তাহে মোদীর সাথে বৈঠকে বসছেন শেখ হাসিনা

বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ব্রিকস সম্মেলনের ফাঁকে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনা সহ বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ হতে পারে। এদিকে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের ব্রিকস সম্মেলনে সশরীরে যোগ দিচ্ছেন না।

আগামী সপ্তাহে মোদীর সাথে বৈঠকে বসছেন শেখ হাসিনা

Modi and Hasina: আগামী সপ্তাহে মোদীর সাথে বৈঠকে বসছেন শেখ হাসিনা

তিনি ভার্চুয়ালি ওই সম্মেলনে যোগ দেবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ব্রিকস জোট সম্প্রসারণের বিরোধী। জি২০ সম্মেলনে অতিথি রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। ওই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে।

Modi and Hasina: আগামী সপ্তাহে মোদীর সাথে বৈঠকে বসছেন শেখ হাসিনা