‘জওয়ান’ দেখতে গিয়ে ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করছেন? সাবধান! আইনি জটিলতায় পরতে পারেন
Sharing photos on social media of 'Jawan' is crime

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। যা চলতি মাসের ৭ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। এই ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের মনে প্রবল উৎসাহ ছিল। ফলে দলে দলে সকলে মিলে নিজেদের পছন্দের হিরোর ছবি দেখে এসেছে। তবে ছবি দেখার পর কি সিনেমার কিছু অংশ নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন? তাহলে সাবধান! আইনি জটিলতার মুখে পরতে হতে পারে কিন্তু আপনাকে।

আরও পড়ুনঃ প্রথম স্থান থেকে সোজা চতুর্থ স্থানে! সিংহাসন হারিয়ে কী প্রতিক্রিয়া ‘জগদ্ধাত্রী’র?

‘জওয়ান’ সিনেমা মুক্তির আগে থেকেই ছবির প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ জালিয়াতি সামলাতে হিমশিম খেয়ে পড়ছিল। ছবি মুক্তির পরও কমেনি জালিয়াতি। জানা গিয়েছিল এই ছবি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল ছবির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য।

Jawan: ‘জওয়ান’ দেখতে গিয়ে ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করছেন? সাবধান! আইনি জটিলতায় পরতে পারেন

সেই সময় যেই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে দৃশ্যগুলো ফাঁস হয়েছিল। তাদের শনাক্ত করে আগে থেকেই তাদেরকে মুম্বই পুলিশের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে ছবি মুক্তির পরেও ছবি দেখে এসে সেই ছবির একাধিক দৃশ্য এবং ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ৯০ শতাংশ দর্শক।

‘জওয়ান’ দেখতে গিয়ে ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করছেন? বিপদে পরার আগে সাবধান হন

Jawan: ‘জওয়ান’ দেখতে গিয়ে ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করছেন? সাবধান! আইনি জটিলতায় পরতে পারেন

তবে এই সমস্ত ভিডিও বা ছবি শেয়ার করাও কিন্তু দৃষ্টান্তমূলক অপরাধ আইনের চোখে ফলে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হতে পারে। এমনটাই জানানো হয়েছে রেড চিলিজ কর্তৃপক্ষের তরফ থেকে। এমনকি হোয়্যাট্‌সঅ্যাপেও সেই দৃশ্য শেয়ার করা যাবে না।