Visva Bharati-র উপাচার্যের মেয়াদ শেষেও অস্বস্তিতে বিদ্যুৎ, শুক্রবার কি দেবেন হাজিরা?

নজরবন্দি ব্যুরো: ফলক বিতর্কে নাম জড়িয়ে প্রবল চাপের মুখে পড়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর এই প্রবল চাপের মাঝেই ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি মুখ্যমন্ত্রীর নামে ‘কুরুচিকর মন্তব্য’ করেছেন। আর এই ঘটনার জেরেই শুক্রবার তাকে তলব করেছে শান্তিনিকেতনের পুলিশ। তবে আজ কি হাজিরা দেবেন তিনি?

আরও পড়ুন: রাজ্যে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, কালীপুজোর আগে জাঁকিয়ে শীত বঙ্গে

উল্লেখ্য, এর আগেও শান্তিনিকেতন থানায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের নামে এফআইআর দায়ের করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট কর্তৃপক্ষ। সেই সময় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পত্তি হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই শান্তিনিকেতনের উপাসনাগৃহ, ছাতিমতলা, গৃহসহ মূল আশ্রমের একাধিক জায়গায় অ-রাবীন্দ্রিক ফলক লাগিয়েছে। যা এতদিনের রীতিনীতি ভেঙে নামফলক লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Visva Bharati-র উপাচার্যের মেয়াদ শেষেও অস্বস্তিতে বিদ্যুৎ, শুক্রবার কি দেবেন হাজিরা?

জানা গিয়েছে, একগুচ্ছ মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে থানায় তলব করেছে পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন মামলায় বিদ্যুৎবাবুর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় পাঁচটি মামলা দায়ের হয়েছিল। শুক্রবার এই বিষয়েই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে থানায় তলব করেছে পুলিশ। অন্যদিকে, উপাচার্যের মেয়াদ শেষ হলেও এখনও সরকারি বাসভবনেই রয়েছেন বিদ্যুৎবাবু। আর শান্তিনিকেতন থানার পুলিশের একটি টিম সেখানে গিয়েই তাঁকে নোটিস দিয়ে আসে। তবে এদিন তিনি থানায় যাবেন কিনা, তা স্পষ্ট নয়। এব্যাপারে এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Visva Bharati-র উপাচার্যের মেয়াদ শেষেও অস্বস্তিতে বিদ্যুৎ, শুক্রবার কি দেবেন হাজিরা?

প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘কুরুচিকর মন্তব্য’ করার অভিযোগে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর অভিযোগ, বিশ্বভারতীর মতো ঐতিহ্যপূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্যাডে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে চিঠি লেখা হয়েছে, তার ফলে মুখ্যমন্ত্রী অবমাননা করা হয়েছে। তিনি এপ্রসঙ্গে অভিযোগে জানিয়েছেন যে, অত্যন্ত কুরুচিকর ভাষা ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিদ্যুৎবাবু। এমনকী যে ভাষা তিনি ব্যবহার করেছেন তা আদতে প্ররোচনামূলক। পাশাপাশি পুলিশকে গোটা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন তিনি।

Visva Bharati-র উপাচার্যের মেয়াদ শেষেও অস্বস্তিতে বিদ্যুৎ, শুক্রবার কি দেবেন হাজিরা?

Visva Bharati-র উপাচার্যের মেয়াদ শেষেও অস্বস্তিতে বিদ্যুৎ, শুক্রবার কি দেবেন হাজিরা?
Visva Bharati-র উপাচার্যের মেয়াদ শেষেও অস্বস্তিতে বিদ্যুৎ, শুক্রবার কি দেবেন হাজিরা?