IPL 22: নিলামের আগেই বাজিমাত, ১৫ কোটিতে রাহুলকে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ

নিলামের আগেই বাজিমাত, ১৫ কোটিতে রাহুলকে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ
নিলামের আগেই বাজিমাত, ১৫ কোটিতে রাহুলকে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুল, অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোইনিস এবং আনক্যাপড ভারতীয় লেগ-স্পিনার রবি বিষ্ণোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ এর জন্য নতুন লখনউ ফ্র্যাঞ্চাইজি লখনউ কিনে নিল।

আরও পড়ুনঃ BCCI এর প্রেসিডেন্টের পদ থেকে অক্টোবরেই বিদায় নিচ্ছেন সৌরভ? জল্পনা তুঙ্গে

এবং তা নিলামের আগেই। খবরে প্রকাশ রাহুলের জন্য তাদের খরচ হয়েছে ১৫ কোটি টাকা। স্টোইনিসকে ১১ কোটি ও বিষ্ণোইকে ৪ কোটি টাকায় কেনা হয়েছে। অর্থাৎ আইপিএল-এর নিলামে ৬০ কোটি টাকা নিয়ে নামবে সঞ্জীবের ফ্র্যাঞ্চাইজি।

২০১৮ সাল থেকে আইপিএল-এর অন্যতম ধারাবাহিক ক্রিকেটার রাহুল। শেষ তিন মরসুমেই পঞ্জাব কিংসের হয়ে রান করেছেন তিনি। গত দুই মরসুম দলের অধিনায়কও ছিলেন তিনি।

নিলামের আগেই বাজিমাত, ১৫ কোটিতে রাহুলকে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ

অন্যদিকে, ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান এবং ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এর জন্য নতুন আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে প্রস্তুত। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা থাকবে সিভিসি ক্যাপিটাল্সের।