নজরবন্দি ব্যুরোঃ মাঝে কিছু দিনের বিরতি। তারপর এবার ঈদে আসছে সলমন খানের নতুন ছবি। যা নিয়ে ভাইজানের ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা। ছবির নাম ‘কিসি কা ভাই কিসি কি জান’। তাঁর ছবি মানেই বড় চমক। আর এই ছবিতেও তার অন্যথা হচ্ছে না।
আরও পড়ুনঃ কেন মেয়েদের আইপিএলে দল নেই KKR-এর?
এবার সলমন খান তাঁর ভক্তদের জন্য এই ছবিতে নতুন চমক গায়ক সলমন। হাঁ এই ছবিতে তিনি গান গাইবেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির অ্যালবামে থাকছে ‘নাইয়ো লাগদা’ গানের অন্য একটি ভার্সন।
সেই সংস্করণটি গাইবেন স্বয়ং সলমন। সেই গানে সুর করবেন হিমেশ রেশমিয়া। সম্প্রতি সুরকার হিমেশ রেশমিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই খবর জানিয়েছেন। তবে সলমনের কণ্ঠে গান এই প্রথম নয়।
নতুন ছবিতে সলমনের নতুন চমক, এবার গায়ক ভাইজান
এর আগে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন সলমন। এরপর ‘হিরো’ ছবিতে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ টাইটেল ট্র্যাকের ভার্সনটিও গেয়েছিলেন এই বলিউড স্টার। এবার ফের তাঁর নতুন ছবির গান তাঁর ফ্যানদের ভাল লাগে কিনা সেটাই এবার দেখার।