নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর কেটে গিয়েছে দু সপ্তাহ। ইডি হেফাজতে রয়েছেন তিনি। তবে তাঁকে গ্রেফতার করা হলেও নিজেকে নির্দোষ দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি শারীরিক অবস্থা ভালো নয় বলেও জানিয়েছেন। এখন পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। মৃত্যু আশঙ্কা করছেন মন্ত্রী। রবিবার সাংবাদিকদের সামনেই তিনি একথা জানান।
আরও পড়ুন: বঙ্গে ফের নিম্নচাপের কাঁটা, নতুন সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস!
এদিন সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইডি দফতর থেকে বেরোনোর সময় তিনি ক্ষীণস্বরে বলেন, “শরীর অত্যন্ত খারাপ। মৃত্যু শয্যায় প্রায়…”। অন্যান্য দিনের মত এদিন তাঁর গলায় আত্মবিশ্বাসের সুর শোনা গেল না। এর আগে রাজ্যের মন্ত্রী নিজেই জানিয়েছিলেন, আগামী ১৩ নভেম্বর তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলার পর সবটা পরিষ্কার হয়ে যাবে। আজ কমান্ড হাসপাতালে দীর্ঘক্ষণ মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা চলে। হাসপাতাল থেকে ফেরত আসার পর ফের একই দাবি করলেন তিনি।
জ্যোতিপ্রিয় মল্লিককে বাকিবুর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, “ও সব গল্প কথা।” শনিবার মন্ত্রীর বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন রামস্বরূপ। কোনওদিন তাঁর ‘সাহেব’কে দিয়ে সাদা কাগজে কোনও সই কি করানো হয়েছিল? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে কয়েকজন তাঁকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির পর জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। তিনি মুক্ত। এদিকে দলও তাঁর পাশে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে ‘বালু’কে মন্ত্রী রেখেই প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে বনদফতর সামলানোর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এমনকি বাংলার শাসক দল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের তুলনা টানতে নারাজ।
নিজের মৃত্যু আশঙ্কা করছেন জ্যোতিপ্রিয়, ‘মনোবল’ ক্ষীণ হচ্ছে রাজ্যের মন্ত্রীর?
