মুকুল-জায়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির রাজীব-সুনীল!……

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ দলের রং সরিয়ে মুকুল-জায়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির বহু মানুষ। কৃষ্ণা রায় নেই একথা মেনে নিতে পারছেন না অনেকেই। তাঁরা সকলেই এই মুহুর্তে হয়তো একই রাজনৈতিক দলের সহকর্মী নন, তবে কখনো ছিলেন। কেউ কেউ দুই দলেই কোন না কোন সময়ে সহচার্য্য পেয়েছেন রায় সাহেবের। কাছ থেকে দেখে বুঝেছেন কতটা অমায়িক মুকুল জায়া । আর কেউ কেউ তো ঘরের পাশে দেখেছেন তাঁকে, দিদি, বৌদি বা কাকিমা হিসেবে।

আরও পড়ুনঃ জ্বালানির দাম সেঞ্চুরি পার, প্রতিবাদে সাইকেলে বিধানসভা আসছেন বেচারাম

আর তাঁর চলে যাওয়াটা মানতে পারছেন না অনেকেই। গতকাল বহু দিনের সঙ্গী মুকুলের পত্নী বিয়োগের খবর পেয়ে তাঁর সল্টলেকের বাড়িতে ছুটে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়ে শোক প্রকাশের পাশাপাশি পুরানো স্ম্রিতি তুলে এনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা ভেবেছিলেম ও সুস্থ হয়ে যাবে…

তবে সুস্থ হয়ে ওঠেননি কৃষ্ণা রায়। চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ দেহ আনা হয়েছে কলকাতায়। তকাল চেন্নাই থেকে কলকাতায় আসার কোনও ফ্লাইট না থাকায় আজ সকাল ৭.১৭ মিনিটে কফিনবন্দি দেহ পৌঁছায় কৃষ্ণা রায়ের। কাঁচরাপাড়ার বাড়িতে গিয়ে হবে সব কাজ।

মুকুল-জায়াকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে গোটা কাঁচরাপাড়া।

তাঁরা মানতে পারছেন না বৌদির চলে যাওয়া, কেউ বা হারালেন সমসবয়সী আটপৌরে ভদ্রমহিলাকে, যাঁর হাবেভাবে প্রকাশ পায়নি গরিমা, বহু মানুষ আজ বলছেন নেতা পিতা পুত্রের সঙ্গে একাধিক বার সংযোগের কারণ ছিলেন তিনিই। ‘বৌদি নেই…’, দলের রং সরিয়ে মুকুল-জায়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির রাজীব বন্দ্যোপাধ্যায় সুনীল সিং’রা।

উভয়ের আগমনে রাজনৈতিক চর্চা যে শুরু হয়নি তা ভাবা ভুল। তবে এই মুহুর্তে সেসব পাত্তা দিতে বা উত্তর দিতে নারাজ কেউ। সহচার্য্যে আসা ‘বৌদি নেই…’, অমায়িক ব্যবহার, আদ্যোপান্ত ভালো মানুষের চলে যাওয়ায় মুকুল শুভ্রাংশুর পাশে থাকতে, কৃষ্ণা দেবীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন তাঁরা। যেমন ভিড় জমিয়েছেন আরও বহু সাধারণ মানুষ, এটুকুই।

‘বৌদি নেই…’, মুকুল-জায়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির রাজীব-সুনীল
‘বৌদি নেই…’, মুকুল-জায়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির রাজীব-সুনীল

প্রায় একই সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন মকুল-কৃষ্ণা। মুকুল রায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মুকুল জায়ার। ফুসফুস প্রতিস্থাপন করার জন্য কৃষ্ণা রায়কে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে। বেশ কয়েকদিন চিকিৎসা করা হলেও, ফুসফুস প্রতিস্থাপন হয়ে ওঠেনি এখনো। তার মধ্যেই গতকাল সকালে ভোর পৌনে পাঁচটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের ওই হাসপাতালে প্রাণ ত্যাগ করেন তিনি।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।

Lifestyle and More...