নজরবন্দি ব্যুরোঃ রাজ-পরীমণির জীবনে যেন অশান্তির শেষ হচ্ছেই না। একের পর এক বিতর্ক দানা বাঁধছে তাদেরকে ঘিরে। বেশ কিছুদিন আগে শোনা যাচ্ছিল তারা নাকি একে অপরের সঙ্গে আবার মিলিত হচ্ছে। কিন্তু পরমুহূর্তেই শোনা গেল সেকথা নাকি মিথ্যে। এর পরেই ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় পরীমণি।
আরও পড়ুনঃ ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে ছবি পোস্ট করে মৌখিক ধর্ষণের শিকার স্বস্তিকা!
এখানেই শেষ নয়। এবার নাকি গুরুতর অসুস্থ শরিফুল রাজ। সম্প্রতি সামাজিক মাধ্যমে রাজের একটি রক্তাক্ত ছবি ভাইরাল হয়। দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। তার মাথায় রয়েছে বিশাল আকারের আঘাত। আর সেখানেই রক্তজমাট বেঁধে রয়েছে।
এমনকি সেই স্থানে সেলাইও পড়েছে। তবে কি পরিমনির কারনেই হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। স্বামী স্ত্রীর কলহের জেরেই কি নিজেই নিজের মাথা ফাটিয়ে ফেললেন তিনি? এই প্রশ্নই এখন অনুরাগীদের মনের মধ্যে দানা বাঁধছে।
পরীমণির পর এবার রাজ! মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি পরিচালক
অন্যদিকে বাংলাদেশের এক সংবাদ মাধ্যম দাবী করেন। অভিনেত্রীর জ্বরের কারনে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা নাকি ভুয়ো। পরীমণি নাকি আসলে নিজের হাতের শিরা কেটেছিলেন। সেই কারনেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু ঠিক কোন কারনে তিনি এই রাজ করেছিলেন তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে।