'মোদীজি ঈশ্বরকে বোঝাবেন কীভাবে ব্রহ্মাণ্ডে কাজ হয়', প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর

নজরবন্দি ব্যুরো: তিন বিদেশ সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে ভারতীয় প্রবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। ৩১ মে, বুধবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিদ এবং কর্মরত আধিকারিকদের সঙ্গে একটি অনুষ্ঠানের আয়োজন হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকেই রাহুল গান্ধী কটাক্ষ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কেন শুরু করেছিলেন সে বিষয়েও কথা বলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন: Abhishek Banerjee-র কনভয়কাণ্ডে গ্রেফতার আরও ১ কুড়মি আন্দোলনকারী, ধৃতের সংখ্যা বেড়ে ১০

অনুষ্ঠানে উপস্থিত হয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, “এক শ্রেণীর মানুষ আছে যারা সব বোঝে সব জানে। তাঁরা বৈজ্ঞানিককে বিজ্ঞান নিয়ে, ইতিহাসবিদকে ইতিহাস নিয়ে বোঝাতে পারেন। কিন্তু আসল সত্য হল এই ধরনের মানুষেরা কিছুই জানেন না।” যোগ করেন, “আপনি যদি মোদীজিকে ঈশ্বরের পাশে বসান তাহলে দেখবেন মোদীজি ঈশ্বরকেই বোঝাচ্ছেন এই বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে কাজ করে। এবং ঈশ্বর নিজে দ্বিধায় পড়ে যাবেন।”

'মোদীজি ঈশ্বরকে বোঝাবেন কীভাবে ব্রহ্মাণ্ডে কাজ হয়', মোদীকে নিশানা রাহুলের

গত বছর শেষের দিকে রাহুল গান্ধীর নেত্রিত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিল কংগ্রেস। এনিয়ে কংগ্রেস নেতা বলেন, “কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের কারণে আমরা রাজনৈতিকভাবে কাজ করতে পারছিলাম না তাই ভারত জোড়ো যাত্রা শুরু করা হয়। বিজেপি-আরএসএস মানুষদের নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সেইসমস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই কংগ্রেসের এই কর্মসূচির মূল উদ্দেশ্যে ছিল। বিজেপি নানাভাবে এই কর্মসূচি বন্ধ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী।

'মোদীজি ঈশ্বরকে বোঝাবেন কীভাবে ব্রহ্মাণ্ডে কাজ হয়', মোদীকে নিশানা রাহুলের
‘মোদীজি ঈশ্বরকে বোঝাবেন কীভাবে ব্রহ্মাণ্ডে কাজ হয়’, মোদীকে নিশানা রাহুলের

সান ফ্রান্সিসকোয় আয়োজিত ‘মহব্বত কি দুকান’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাহুল গান্ধী বলেন, “কংগ্রেস সমস্ত ধর্ম ও ধর্মের মানুষদের পতি শ্রদ্ধাশীল।” প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি রাগ, ঘৃণা এবং অহংকারে বিশ্বাস করতেন তাহলে এই অনুষ্ঠানে থাকতেন না। আপনারা চলে যেতেন বিজেপির সভায় এবং আমাকেও মন কি বাত করতে দেখা যেত।”

‘মোদীজি ঈশ্বরকে বোঝাবেন কীভাবে ব্রহ্মাণ্ডে কাজ হয়’, মোদীকে নিশানা রাহুলের

'মোদীজি ঈশ্বরকে বোঝাবেন কীভাবে ব্রহ্মাণ্ডে কাজ হয়', মোদীকে নিশানা রাহুলের
‘মোদীজি ঈশ্বরকে বোঝাবেন কীভাবে ব্রহ্মাণ্ডে কাজ হয়’, মোদীকে নিশানা রাহুলের