'হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, মার্কিন মুলুকে ফের খোঁচা মোদি সরকারকে
rahul gandhi critisise narendra modi govt

নজরবন্দি ব্যুরো: ‘ভারত জোড়ো’ যাত্রা শেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছেন। ইতিমধ্যে মার্কিন মুলুকে গিয়ে রাহুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একপ্রস্থ নিশানা করেছেন। ফের একবার রাহুলের নিশানাতে কেন্দ্রের মোদি সরকার। এবার ‘ফোনে আড়ি পাতা’ ইস্যুকে হাতিয়ার করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আরও পড়ুন:Rahul Gandhi: প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্যের জের, কড়া জবাব বিজেপির

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডেটা, মেশিন লার্নিং’র মতো বেশ কিছু প্রযুক্তিগত বিষয় নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিতে এসে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে বলেছেন,’হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’। এখানেই থেমে না থেকে এও রাহুল বলেন, তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে এবং সেটা তিনি খুব ভাল করেই জানেন।

Rahul Gandhi: 'হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, মার্কিন মুলুকে ফের খোঁচা মোদি সরকারকে

বুধবারের ওই সভায় মূলত আলোচনা হয়, বর্তমান যুগে সরকারি কাজ ও উন্নয়নমূলক প্রকল্পে গতি আনতে কীভাবে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো যায় তা নিয়ে। ওই আলোচনা সভায় তথ্যপ্রযুক্তি সঙ্গে নানা ক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে নিজের মতামতও পেশ করেছেন রাহুল গান্ধী। আলোচনা সভাতে নিজের বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদি তথা বিজেপি সরকারকে খোঁচা মেরে বলেন, ‘ভারতে যদি প্রযুক্তির বিস্তার ঘটাতে চান, তাহলে এমন একটা সরকার থাকা দরকার যারা ক্ষমতা নিজের হাতের মুঠোয় ধরে রাখে না’।

 

Rahul Gandhi: 'হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, মার্কিন মুলুকে ফের খোঁচা মোদি সরকারকেসরসরি নরেন্দ্র মোদি সরকারের নাম উল্লেখ না করলেও এক্ষেত্রে রাহুলের আক্রমণের লক্ষ্য যে দেশের কেন্দ্র সরকার তা বুঝতে কোনও অসুবিধার কারণ নেই। নিজের বক্তব্যে রাহুল বলেছেন, ভারতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে গেলে শাসন বিভাগের তরফেই একাধিক বাধার মুখে পড়তে হয়। ব্যক্তিগতভাবেই এমন অভিজ্ঞতা হয়েছে তাঁর। সভায় কিছুটা আক্ষেপের সুর শোনা গিয়েছে প্রাক্তন কংগ্রেস সাংসদের মুখে। রাহুলের কথায়, ‘বর্তমান যুগে তথ্য আসলে সোনার সমান, কিন্তু ভারত তার গুরুত্ব বুঝতে পারেনি। তথ্য সুরক্ষা নিয়ে আরও কড়া আইন প্রণয়ন করতে হবে’।

 ‘হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, মার্কিন মুলুকে ফের খোঁচা মোদি সরকারকে

'হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, মার্কিন মুলুকে ফের খোঁচা মোদি সরকারকে
‘হ্যালো মোদিজি, আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, মার্কিন মুলুকে ফের খোঁচা মোদি সরকারকে

এই প্রসঙ্গেই ওই আলোচনা সভাতে পেগাসাসের বিষয়টি উঠে আসে। লোকসভা ভোটের আগে বিরোধী নেতাদের ফোনে আড়ি পাততে পেগাসাস সফটওয়্যার ব্যবহারের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে।  এই নিয়ে  রাহুলের ভাবলেশহীন প্রতিক্রিয়া, এইসব নিয়ে তিনি একেবারেই ভাবিত নন। এরপরেই সকলকে চমকে দিয়ে কেন্দ্রের মোদি সরকারকে ব্যঙ্গের ভঙ্গিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী  ফোন কানে দিয়ে বলে ওঠেন, ‘হ্যালো মোদিজি, মনে হয় আমার ফোনে আড়ি পাতা হচ্ছে। আমি কী ভাবছি, কী করছি সমস্ত কিছুই সরকার জানতে পারছে। তবে মনে হয়, দেশ ও ব্যক্তি সকলের সুরক্ষার জন্যই তথ্যসুরক্ষা ক্ষেত্রে কড়া আইন প্রণয়ন করা দরকার’।