নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের দুই জনপ্রিয় তারকা দম্প্রতি পরীমনি ও শরিফুল রাজ। তবে পেশাগত কারনের থেকে বেশী ব্যাক্তিগত কারনে তারা খবরের শিরোনামে উঠে থাকে। শুটিং সেট থেকেই তাদের পরিচয়, প্রেম, বিয়ে, এবং পরিনয়। তাদের একটি ছেলে রয়েছে রাজ্য। তবে বারংবার কাছে এসেও তারা আবার দূরে চলে যায়।
আরও পড়ুনঃবক্স অফিসের জন্য ‘লাকি’ শাহরুখ-দীপিকা জুটি? খোদ কিং খানও তা বিশ্বাস করেন!
সম্প্রতি একের পর এক লাগাতার ঘটনায় তারা খবরের শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি তাদের একমাত্র ছেলে রাজ্যের জন্মদিন ছিল কিন্তু সেই অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি রাজকে। ফলে একাধিক প্রশ্ন উঠেছিল তা ঘিরে। তার পরে যদিও বা শোনা গিয়েছিল তার আগের দিন নাকি রাজ গিয়ে তার ছেলেকে উপহার দিয়ে এসেছিল।
দুইজনে নাকি মান অভিমানের পালা সেরে একে অপরের কাছাকাছি আসছে। কিন্তু তা ছিল সত্যিই রটনা। এরপর এই ঘটনার কিছুদিন পরেই শোনা যায় পরিমনি হাসপাতালে ভর্তি। এবং তার কারন নাকি রাজ। রাজের জন্য পরি তার হাত কেটেছিল।
বরফ গলছে, এবার পর্দায় জুটি বাঁধছে পরীমনি-শরিফুল
এরপর কিছুদিন পরেই রাজও মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি হয়। তবে সম্প্রতি তাদের দুজনকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে। জানা যাচ্ছে তাদের দুজনকে নাকি একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে পর্দায়ও। তবে বড়পর্দায় না এবার ওটিজিতে দেখা যাবে এই জুটিকে। সুত্রের খবর এমনটাই।