Qatar World Cup: কাতার বিশ্বকাপে নিষিদ্ধ এক রাতের যৌন মিলন, জারি হল ফতোয়া

কাতার বিশ্বকাপে নিষিদ্ধ এক রাতের যৌন মিলন, জারি হল ফতোয়া
কাতার বিশ্বকাপে নিষিদ্ধ এক রাতের যৌন মিলন, জারি হল ফতোয়া

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট সব সময়ই একটা উৎসবের চেহারা নেয়। যেখানে সারা বিশ্বের একাধিক ফুটবলার, অ্যাথলিট, কোচ, কোচিং স্টাফরা ছাড়াও এসে উপস্থিত হন অগণিত সমর্থক। ফলে তৈরি হয় উৎসবের মেজাজ।

আরও পড়ুনঃ সুনীলদের ভাগ্য ফেরাতে এবার ভারতীয় ফুটবল দলে যুক্ত করা হল ১৬ লাখের জ্যোতিষ!

সেই উৎসবের অন্যতম অঙ্গ হল উদ্দাম পার্টি, নাইট লাইফ, যৌনসুখ । তবে আসন্ন কাতার বিশ্বকাপে এমন ভাবে জীবন উপভোগ করা যাবে না। বাইরের দেশ থেকে বিশ্বকাপ ফুটবলে খেলা দেখতে যাওয়া বা খেলোয়াড়দের বেশ কিছু কাজের উপর থাকবে নিষেধাজ্ঞা।

কাতার বিশ্বকাপে নিষিদ্ধ এক রাতের যৌন মিলন, জারি হল ফতোয়া

সে দেশে এক রাতের ‘অবৈধ’ যৌনমিলনের (ওয়ান নাইট স্ট্যান্ড) জন্য হতে পারে সাত বছরের জেল। সে কাজটি করা যাবে না কাতারে। কাতারে রাতভর পার্টি নিষিদ্ধ। তাই ফুটবলপ্রেমীদের আগেভাগেই মনে করিয়ে দেওয়া হয়েছে যেন বিশ্বকাপ দেখতে এসে এ ধরনের কোনও আশা না রাখেন তাঁরা।

20 12

পাশাপাশি একরাতের যৌনতা নিয়ে পুলিশের তরফে বলা হয়েছে, “শুধুমাত্র স্বামী-স্ত্রী জুটি হিসেবে বিশ্বকাপ দেখতে এলেই যৌন মিলনের অনুমতি মিলবে। তা ছাড়া সঙ্গমের বিষয়ে ভাবলেই বিপাকে পড়তে হবে।

21 9

কাতার বিশ্বকাপে নিষিদ্ধ এক রাতের যৌন মিলন, জারি হল ফতোয়া

টুর্নামেন্ট চলাকালীন ওয়ান নাইট স্ট্যান্ডের কোনও প্রশ্নই নেই।” পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে, রাতে পার্টি করে কিংবা একরাতের সঙ্গে মিলনে লিপ্ত হলে অভিযুক্তর ঠিকানা হবে জেলখানা।