TATA: এবার iPhone উৎপাদন শুরু করতে পারে টাটা

এবার iPhone উৎপাদনে শুরু করতে পারে টাটা
Now Tata can start producing iPhone

নজরবন্দি ব্যুরোঃ iPhone উৎপাদনে শুরু করতে পারে টাটা গ্রুপ। তাইওয়ানের টেক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতে আইফোন উৎপাদন করবে টাটারা। সম্প্রতি চিনের বাইরে আইফোন উৎপাদনে জোর দিয়েছে Apple।

আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, বাজারে আসছে iPhone 14, জানুন দাম ও যুগান্তকারী ফিচার

চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক সংস্থাটি। এছাড়াও চিনের বিভিন্ন শহরে ঘন ঘন লকডাউনের কারণেই ব্যাহত হচ্ছে উৎপাদন। এই পরিস্থিতিতে ভারতে iPhone উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Apple।

এবার iPhone উৎপাদন শুরু করতে পারে টাটা

আর সেই কাজেই টিম কুকের সংস্থাকে সাহায্য করবে টাটারা। টাটারা এই বরাত পেলে উৎপাদন ক্ষেত্রে চিনকে টেক্কা দেওয়ার পথে বড় পদক্ষেপ হবে ভারতের।

এবার iPhone উৎপাদন শুরু করতে পারে টাটা
এবার iPhone উৎপাদন শুরু করতে পারে টাটা

এবার iPhone উৎপাদন শুরু করতে পারে টাটা

বিগত কয়েক দশক ধরেই বিশ্বব্যাপী উৎপাদনের হাব হয়ে উঠেছে চিন। Apple -এর মতো সংস্থা ভারতে অ্যাসেম্বলি লাই তৈরির সিদ্ধান্ত নিলে তা দেখে অন্যান্য টেক সংস্থাগুলিও অনুপ্রাণিত হতে পারে।

এবার iPhone উৎপাদন শুরু করতে পারে টাটা