প্রথম দফার ৩০ আসনে কোন দল কত আসন পেতে পারে? এক্সিট পোল নয়, সম্পাদকের চোখে।

প্রথম দফার ৩০ আসনে কোন দল কত আসন পেতে পারে? এক্সিট পোল নয়, সম্পাদকের চোখে।
প্রথম দফার ৩০ আসনে কোন দল কত আসন পেতে পারে? এক্সিট পোল নয়, সম্পাদকের চোখে।

অর্ক সানা, সম্পাদক(নজরবন্দি): প্রথম দফার ৩০ আসনে কোন দল কত আসন পেতে পারে? শেষ প্রথম দফার নির্বাচন। বিক্ষিপ্ত সংঘর্ষ এবং বিবিধ অভিযোগের মাঝে ভোট গ্রহণ হল ৫ জেলার ৩০ আসনে। আজ পাঁচটি জেলার যে ৩০ টি আসনে ভোট হবে সেগুলি হল। পূর্ব মেদিনিপুরের পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর এবং এগরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, কেশিয়াড়ি, খড়গপুর, গড়বেতা, শালবনি এবং মেদিনীপুর। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বিনপুর। পুরুলিয়া জেলার বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা এবং রঘুনাথপুর। শেষ জেলা হল বাঁকুড়া। এই জেলার শালতোড়া, ছাতনা, রানিবাঁধ এবং রাইপুর কেন্দ্রে ভোট গ্রহণ হল শনিবার।

আরও পড়ুনঃ সব ভোট পড়ে গিয়েছে বিজেপিতে, জনসভা থেকে প্রথম দফার ভোটের পর বললেন শুভেন্দু।

তৃণমূল থেকে একাধিক হেভিওয়েট নেতা ভাঙিয়ে এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়ে টগবগ করে ফুটছে বিজেপি। প্রথম দফার ৩০ আসনের মধ্যে উনিশ সালের ভোটে বিজেপি এগিয়ে ছিল ১৯ টি আসনে। বাকি ১১ টি আসনে এগিয়েছিল তৃণমূল। পাশাপাশি ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নির্বাচন লড়ছে তৃণমূল। অন্যদিকে জোট বেঁধে একাধিক দল মিলে তৈরী করেছে সংযুক্ত মোর্চা। নজরবন্দির জনমত সমীক্ষা বলছে এই ৩০ টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১২ টি আসন, বিজেপি ১৩ এবং সংযুক্ত মোর্চা ০৫। কিন্তু আমার চোখে নজরবন্দির জনমত সমীক্ষা মিলবে না প্রথম দফার ক্ষেত্রে। প্রতিটি কেন্দ্রে থাকা সংবাদ প্রতিনিধি বন্ধুদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি ভাল ফল করবে তৃণমূলের থেকে। সংযুক্ত মোর্চা ২-৩ টি আসনে দ্বিতীয় স্থানে থাকতে পারে।

প্রথম দফার ৩০ আসনে কোন দল কত আসন পেতে পারে? এক্সিট পোল আমরা প্রকাশ করব ৮ দফা নির্বাচনের শেষে। কিন্তু এখন আপনাদের একটা ধারণা দিয়ে দেওয়া যায় আপাত দৃষ্টিতে। আমার ব্যাক্তিগত পর্যবেক্ষন বলছে প্রথম দফার ৩০ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৭টি আসন এবং তৃণমূল পেতে পারে ১৩ টি আসন। সংযুক্ত মোর্চা ২-৩ টি আসনে ভাল লড়াই করবে। তবে এই দফায় বিজেপি বেশি আসন পেলেও তা কমবে লোকসভা ভিত্তিক এগিয়ে থাকা আসন সংখ্যার থেকে। একঝলকে দেখে নিন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোন দল কোন কেন্দ্রে কত ভোটের ব্যাবধানে এগিয়ে বা পিছিয়ে রয়েছে। ২০১৬ সালে কার দখলে ছিল কোন আসন।

  • পটাশপুর—তৃণমূল ৯০,০৪৮ বিজেপি ৮৪,৬৯৩ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ২৯,৮৮৮ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • কাঁথি উত্তর— তৃণমূল ১,০৫,০৩৩ বিজেপি ৯১,৯৫৯ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১৮,৫৭৬ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • ভগবানপুর- তৃণমূল ১,১৭,৭৯৭ বিজেপি – ৭৯,৮০৬ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৩১,৯৪৩ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • খেজুরি- তৃণমূল ৯৬,৫০৬ বিজেপি ৯০,৯৫৩ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৪২,৪৮৫ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • কাঁথি দক্ষিণ তৃণমূল ৯৩,৭৯২ বিজেপি ৭৪,৭৭৭ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৩৩,৮৯০ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • রামনগর তৃণমূল ১,০০,০৮৪ বিজেপি ৯২,৩১৮ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ২৮,২৫৩ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • এগরা —তৃণমূল ১,০০,৮১৫ বিজেপি ১,০৯,৫০৯ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ২৫,৯৫৬ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • দাঁতন — তৃণমূল ৮৫,৭২৪ বিজেপি ৯২,৪১৩ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ২৯,২৬০ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • নয়াগ্রাম – তৃণমূল ৮০,৯৭৮ বিজেপি ৮৪,৩১৬ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৪৩,২৫৫ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • গোপীবল্লভপুর —তৃণমূল ৮২,২০৫ বিজেপি ৮৯,০৩৪ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৪৯,৫৫৮ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • ঝাড়গ্রাম — তৃণমূল ৮২,১৬৯ বিজেপি ৮৩,১৮২ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৫৫,২২৮ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • কেশিয়ারি —তৃণমূল ৮৯,১৫৮ বিজেপি ১,০০,০৩২ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৪০,৭৪৯ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • খড়্গপুর তৃণমূল ৮৯,৬৭৭ বিজেপি ৮০,২১০ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১৯,০৯৯ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • গড়বেতা — তৃণমূল ৮৪,৫১৭ বিজেপি ৯১,৩২৮ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৬১,১৫৭ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • শালবনী তৃণমূল ১,১২,৪১৩ বিজেপি ১,০৩,৭০৬ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৫২,৯০২ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • মেদিনীপুর —তৃণমূল ৯৩,৭১১ বিজেপি ১,১০,৩৭২ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৩২,৯৮৭ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • বিনপুর তৃণমূল ৭৬,১৯৭ বিজেপি ৭৩,১৩৮ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৪৯,৩২৩ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • বান্দোয়ান —তৃণমূল ৯৫,০৫৯ বিজেপি ৯৮০৩৯ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ২০,৩০৭ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • বলরামপুর —তৃণমূল ৬৪,৯৫০ বিজেপি ১,০০,৪১৯ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১০,২০৪ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • বাগমুণ্ডি — তৃণমূল ৪৭,৬০৪ বিজেপি ১,০০,৩১২ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৮,৫৮৭ ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস)
  • জয়পুর —তৃণমূল ৫৬,৩৪৩ বিজেপি ৮৮,০৮৭ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৮,৭৬৩ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • পুরুলিয়া — তৃণমূল ৬৬,২৫২ বিজেপি ১,০২,৭৪৯ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৮,৭৬৩ ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস)
  • মানবাজার তৃণমূল ৯৩,৮৯৭ বিজেপি ৮৩,৩১৪ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৯,৬৭৫ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • কাশীপুর তৃণমূল ৭৪,৯২৫ বিজেপি ৯১,০৭৯ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১৯,৫৭৮ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • পারা —তৃণমূল ৫৮, ৮১৪ বিজেপি ১,০০,০৫৬ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১৩,৮৭৮ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • রঘুনাথপুর —তৃণমূল ৬৭,১৯৯ বিজেপি ১,০৯,৮৩২ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১৬,১৪২ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • শালতোরা —তৃণমূল ৭৪,০১৭ বিজেপি ৮৯,০৭৩ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১২,৫২৩ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • ছাতনা —তৃণমূল ৬৪,৪৭৯ বিজেপি ৯৫,৬৬১ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ২,৪১৭ ভোটে জয়ী হয়েছিল আরএসপি)
  • রানীবাঁধ —তৃণমূল ৭৮,১৪২ বিজেপি ৯৩,৯৫৬ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ২৩,৩১৩ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)
  • রায়পুর —তৃণমূল ৮০,৪২৩ বিজেপি ৮৩৭৭৪ (২০১৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ২৬,৭২২ ভোটে জয়ী হয়েছিল তৃণমূল)

রাজ্যের লোকসভা ভিত্তিক যে ১২১ টি আসনে বিজেপি এগিয়েছিল ২০১৯ সালে সেই ১২১ আসনের মধ্যে ২০ টি আসন রয়েছে প্রথম দফাতেই। সুতরাং রাজ্যের ক্ষমতায় আসতে হলে এই ২০ আসনে তো জিততে হবেই বরং আসন বাড়াতে হবে ম্যাজিক ফিগার ছুঁতে হলে। তাই এই দফার ভোট তৃণমূলের থেকেও অনেক বেশি চ্যালেঞ্জিং বিজেপির কাছে। যদিও পর্যবেক্ষন বলছে খুব ভাল ফল করলে বিজেপি প্রথম দফার ৩০ টি আসনের মধ্যে পেতে পারে ১৭ টি আসন। অর্থাৎ লোকসভায় এগিয়ে থাকা আসন গুলির ৩ টি আসন কম পাওয়ার সম্ভাবনা বিজেপির। (মতামত – ব্যাক্তিগত)