নজরবন্দি ব্যুরোঃ করোনার মত মারন ভাইরাসের প্রভাব কিছুটা কমিয়ে দিয়ে প্রায় ২০ মাস পর চালু হয়েছে রাজ্যের প্রতিটি সরকারি স্কুল। তবে সংক্রমণের কথা মাথায় রেখে বর্তমানে স্কুলমুখী হতে চাইছে না অনেকেই তবে এরই মধ্যে স্কুল চলা নিয়ে নয়া ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। পাশাপাশি পর্ষদের এই ঘোষণার ফলে কিছুটা হলেও বেকায়দায় পড়েছেন স্কুল শিক্ষকদের একাংশ।

আরও পড়ুনঃ ‘তৃণমূলের জন্য আরও ভাল গান বানাব’, এই তৃণমূল আর নয়ের পাল্টা দিলেন বাবুল

বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের নয়া ঘোষণা অনুযায়ী এবার থেকে আর হাফ ডে হিসেবে গন্য কড়া হবে সপ্তাহের শনিবার কে। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতি শনিবার হাফ ডে হিসেবে থাকলে ও অতিমারির কারনে বহুদিন বন্ধ ছিল স্কুল। তাই ছাত্র-ছাত্রীদের সিলেবাস শেষ করার কথা মাথায় রেখেই সপ্তাহের অন্যান্য দিনের মত শনিবার কে ও একই আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ এমনই  ঘোষণা করেন পর্ষদের বর্তমান সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। পর্ষদের এই ঘোষণা কে স্বাগত জানানোর পাশাপাশি এর তীব্র বিরোধিতা ও করতে দেখা গিয়েছে অনেকের মধ্যে। বিশেষত শিক্ষকেদের একাংশের দাবি, এতদিন স্কুল বন্ধ থাকার পর হটাৎ করে শনিবার কে পূর্ণদিবসের আওতায় আনলে তা ঠিক হবে না। কারন প্রত্যেক শিক্ষকেই এতদিন বাড়িতে বসে কাজ করতে হয়েছে। পাশাপাশি অনলাইন ক্লাস, মিড-ডে-মিল সরবরাহ সহ কাজ  ও করতে হয়েছে তাঁদের। তাই এখনই এটি মেনে নেওয়া সম্ভব নয় তাঁদের পক্ষে।

আর নয় হাফ ডে, পূর্ণ সময়ের জন্য স্কুল চালানোর দাবি পর্ষদের

আর নয় হাফ ডে, শনিবার পুরো স্কুল চালানোর ঘোষণা পর্ষদের
আর নয় হাফ ডে, শনিবার পুরো স্কুল চালানোর ঘোষণা পর্ষদের

একই রকম ভাবে বিরোধিতা করেছেন বেশ কিছু অভিভাবক। তাঁদের মত, এখনও রয়ে গিয়েছে করোনা সংক্রমণ। তাই ধীরে ধীরে সমস্ত কিছু শুরু না করে হটাৎ করে এমন পরিকল্পনা নিলে বিপদে পড়তে পারেন পড়ুয়ারা। তবে শেষ পর্যন্ত কি পরিকল্পনা নেয় পর্ষদ এখন সেদিকেই নজর সকলের।

আর নয় হাফ ডে, শনিবার পুরো স্কুল চালানোর ঘোষণা পর্ষদের
আর নয় হাফ ডে, শনিবার পুরো স্কুল চালানোর ঘোষণা পর্ষদের