নজরবন্দি ব্যুরোঃ এখনও অবধি সরকারের তরফে কোনও স্বস্তির বার্তা মেলেনি। তাই বুধবার থেকে নিজেদের ধর্না জারি রেখেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বিনিতা ফোগাট সহ অন্যান্যরা। বিজেপি সাংসদ তথা ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজ ভুষণ শরণ সিংয়ের জেল হেফাজতের দাবিতে সরব হয়েছেন তাঁরা। রাতভর বৈঠকে কাটল না জট, সকাল থেকে ফের ধর্নায় কুস্তিগীররা।
আরও পড়ুনঃ Arijit Singh: স্ত্রীর সঙ্গে ব্যাক্তিগত ছবি ফাঁস, রাগী ফুঁসছে অরিজিতের অনুরাগীরা
অন্যদিকে, মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ আসলে রাজনৈতিক ষড়যন্ত্র। পর্দাফাঁস করতে শুক্রবার সাংবাদিক বৈঠকের ডাক দিলেন রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান ব্রিজ ভুষণ শরণ সিং। শুক্রবার নবাবগঞ্জের ট্রেনিং সেন্টারে সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন তিনি।

গতকাল বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক করেন কুস্তিগীররা। বৃহস্পতিবার নিজ বাসভবনে কুস্তিগীরদের সঙ্গে বৈঠক সারেন তিনি। এমনকি ভোর রাত অবধি চলে সেই বৈঠক। সূত্রের খবর, সকালেও কুস্তিগীরদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে ৭২ ঘন্টার মধ্যে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার থেকে উত্তর চেয়েছিল জাতীয় ক্রীড়া মন্ত্রক। যদি ৭২ ঘন্টার মধ্যে কোনও সদুত্তর না মেলেন তাহলে ন্যাশনাল স্পোর্টস ডেভলপমেন্ট কোড, ২০১১ অনুযায়ী পদক্ষেপ নেবেন তাঁরা। সেই ডেডলাইন আগামী শনিবার শেষ হচ্ছে।
রাতভর বৈঠকে কাটল না জট, ফের ধর্নায় কুস্তিগীররা

রেস্টলিং ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভুষণ চরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। গতকাল ধর্নাস্থলে উপস্থিত হন বিজেপি নেত্রী ববিতা ফোগাট। ববিতা ফোগাট জানিয়েছেন, আমি আমার সমস্ত সতীর্থদের সঙ্গে রয়েছি। তাঁদের বার্তা কীভাবে সরকারের কাছে পাঠানো যায় সেদিকে বিশেষ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। এবিষয়ে সরব হয়েছেন দিল্লির মহিলা কমিশন। তাঁদের বক্তব্য, অবিলম্বে পুলিশ পদক্ষেপ নিক। এবিষয়ে ক্রীড়া মন্ত্রকের কাছে নোটিশ পাঠিয়েছেন তাঁরা।