শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন চরিত্র মৌসুমী কয়াল! তাপস মণ্ডলের এজেন্ট তিনি, দাবি কুন্তলের
New role in the corruption of teacher recruitment Moushumi

নজরবন্দি ব্যুরো: মৌসুমী কয়ালের নাম প্রথম রাজ্য–রাজনীতিতে প্রকাশ্যে আসে কামদুনি গণধর্ষণ কাণ্ডে প্রতিবাদী হিসাবে। তারপরও নানা প্রতিবাদে তাঁকে দেখা গিয়েছিল। এবার সেই মৌসুমী কয়ালের নাম জড়াল নিয়োগ দুর্নীতি কাণ্ডে। নিয়োগ দুর্নীতিতে পার্থ–অর্পিতার গ্রেফতার দিয়ে তালিকা শুরু হয়েছিল।

আরও পড়ুনঃ অবৈধ চাকরি সুজনের স্ত্রী মিলি ভট্টাচার্যের! তথ্য সামনে আনল তৃণমূল

এরপর যথাক্রমে কুন্তল এবং তাঁর স্ত্রী জয়শ্রী, শান্তনু-হৈমন্তী, অয়ন-শ্বেতার পর এখন মৌসুমীতে এসেছে ঠেকেছে। আর এই নাম করলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার এবং বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসে যুব নেতা কুন্তল ঘোষ। এর আগেও মৌসুমীর নাম উঠেছিল। সে সময় তিনি তাপসের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ করেছিলেন সংবাদমাধ্যমে। মহিষবাথানে তাপসের ট্রেনিং সেন্টারে কাজ করতেন মৌসুমী, কিন্তু সেখানে ঠিক সময় বেতন না পাওয়ায় কাজ ছেড়ে দিয়েছিলেন।

SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন চরিত্র মৌসুমী কয়াল! তাপস মণ্ডলের এজেন্ট তিনি, দাবি কুন্তলের
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন চরিত্র মৌসুমী কয়াল! তাপস মণ্ডলের এজেন্ট তিনি, দাবি কুন্তলের

এ বার সেই মৌসুমীকে সরাসরি তাপসের ‘এজেন্ট’ বলে উল্লেখ করলেন কুন্তল। তিনি বলেন, ‘‘মৌসুমী কয়াল জানতাম তাপস মণ্ডলের এজেন্ট। কত টাকা তুলেছে জানি না।’’ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপসকে গ্রেফতার করেছে পুলিশ।

SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন চরিত্র মৌসুমী কয়াল! তাপস মণ্ডলের এজেন্ট তিনি, দাবি কুন্তলের

সেই সময় মৌসুমী জানিয়েছিলেন এ রাজ্যে বিএড কলেজগুলোতে কাউন্সেলিংয়ের দায়িত্বে ছিলেন তাপস। এই দায়িত্ব ওঁকে দিয়েছিলেন স্বয়ং মানিক। তবে একা মানিক নন, এই দুর্নীতি কাণ্ডে আরও বড় বড় মাথা রয়েছেন। সেগুলো তদন্ত করলেই বেরিয়ে আসবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন চরিত্র মৌসুমী কয়াল! তাপস মণ্ডলের এজেন্ট তিনি, দাবি কুন্তলের

SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন চরিত্র মৌসুমী কয়াল! তাপস মণ্ডলের এজেন্ট তিনি, দাবি কুন্তলের

তবে কামদুনির প্রতিবাদী চরিত্র মৌসুমী সত্যিই কি জড়িত? যদিও এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি মৌসুমী কয়ালের পক্ষ থেকে। সেক্ষেত্রে কুন্তলের কথা অনুযায়ী আপাতত তাপস মণ্ডলের এজেন্ট হিসাবেই ছড়িয়ে পড়ল খবর। এই দুর্নীতির জল যে আর কতদূর গড়াবে তা এখনও বলা সম্ভব হচ্ছেনা তদন্তকারী সংস্থার পক্ষে।