ইতিহাস গড়লেন নীরজ, প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন সোনার ছেলে
Neeraj became the first Indian to win the Diamond League

নজরবন্দি ব্যুরো: ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। তাঁর হাতে উঠল ডায়মন্ড লিগ ট্রফি। প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে নজির সৃষ্টি করলেন তিনি। ২০২১ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ারের বুঝিয়ে দিচ্ছেন, তিনি থামার পাত্র নন। আর তা তিনি প্রমাণ করছেন বারবার। মাত্র ১৩ মাসে নীরজ তিন টি বিশ্বমানের টুর্নামেন্ট জিতলেন।

আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডল বেকসুর খালাস, রায় দিল বিধাননগরের বিশেষ আদালত

ফাইনালসে নীরজের প্রথম প্রচেষ্টা ফাউল হয়ে যায়। তাতে দমে না গিয়ে দ্বিতীয় প্রচেষ্টাতেই সেরা ৮৮.৪৪ মিটার থ্রোয়ে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন। নীরজের তৃতীয় ও চতুর্থ রাউন্ডে জ্যাভলিন ছোড়েন যথাক্রমে ৮৮ ও ৮৬.১১ মিটার। শেষ দুটো রাউন্ডে যথাক্রমে ৮৭ ও ৮৩.৬। ডায়মন্ড লিগে কেন ভারতীয় অ্যাথলিটকে ফেভারিট ধরা হচ্ছিল, সোনা জিতে সেটা প্রমাণ করে দিয়ে গেলেন নীরজ।

ইতিহাস গড়লেন নীরজ, প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন সোনার ছেলে

টোকিয়ো অলিম্পিক্সে নীরজ সোনা জেতেন গত বছরে ৭ অগস্ট।স্টকহলম ডায়মন্ড লিগে পদক এবং লুজ়ানে সোনা জেতার পরেই ফাইনালে নিজের স্থান নিশ্চিত করে ফেলেছিলেন নীরজ। জুলাইয়ে আমেরিকায় বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জেতার পথে চোট পেয়েছিলেন তিনি।

Neeraj Chopra: ইতিহাস গড়লেন নীরজ, প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন সোনার ছেলে

তার পরে কমনওয়েলথ গেমসে নামতে না পারলেও দারুণ ভাবে ফিরে আসেন ডায়মন্ড লিগের প্রাথমিক পর্বে।এ মরসুমে আট বার ৮৮ মিটারের বেশি জ্যাভলিন ছুড়েছেন নীরজ। এতেই স্পষ্ট তাঁর ধারাবাহিকতা। পাশাপাশি ৮৯.৯৪ মিটার ছুড়ে জাতীয় রেকর্ডও তিনি গড়েছেন এই মরসুমেই।

Neeraj Chopra: ইতিহাস গড়লেন নীরজ, প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন সোনার ছেলে

ইতিহাস গড়লেন নীরজ, প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন সোনার ছেলে

সেই ছন্দ ধরে রেখেই জ়ুরিখে সবাইকে ছাপিয়ে গেলেন তিনি। অর্জন করলেন এমন একটি খেতাব যাকে অলিম্পিক্স এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরে সবচেয়ে উঁচু মানেরপ্রতিযোগিতা ধরা হয়।