Panchayat-এ টিকিট বিলিতে অনিময়ের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি ৪ বিধায়কের
4 MLAs warn of independent candidate against Trinamool

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়তে নির্বাচন! ইতিমধ্যেই পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে থাকেনি শাসকদলও। কিন্তু বারংবার উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! যার জেরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি! এহেন পরিস্থিতিতে ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব! অভিযোগ, এবারের পঞ্চায়েতে সমস্ত দুর্নীতিগ্রস্ত, তোলাবাজরা টিকিট পেয়েছে। আর সেই কারণেই এবার দলের বিরুদ্ধে পঞ্চায়েতে লড়তে নির্দল প্রার্থী দেবেন ক্ষুব্ধ বিধায়কেরা।

আরও পড়ুন: Panchayat Election: মনোনয়ন নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের! কি বললেন বিচারপতি

জেলা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবীর। তবে এবারে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন আরও ৩ তৃণমূল বিধায়ক রেজিনগরের রবিউল আলম চৌধুরী, নওদার শাহিনা মমতাজ এবং জলঙ্গির আব্দুর রজ্জাক। তাঁদের অভিযোগ, পঞ্চায়েতে টিকিট বিলিতে অনিময় করা হয়েছে। সেই কারণেই এবার দলের প্রার্থীদের বিরুদ্ধে নির্দলে প্রার্থী দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদের ওই ৪ তৃণমূল বিধায়ক।

Panchayat-এ টিকিট বিলিতে অনিময়ের অভিযোগ, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি ৪ বিধায়কের
Panchayat-এ টিকিট বিলিতে অনিময়ের অভিযোগ, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি ৪ বিধায়কের

বৃহস্পতিবার বেলডাঙ্গার তৃণমূল দফতরে সাংবাদিক বৈঠক করেন হুমায়ুন কবীর। সেই সময় তাঁর পাশেই বসে ছিলেন আরও ৩ বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। এদিন বৈঠক থেকে এপ্রসঙ্গে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবীর বলেছেন, “এবারের পঞ্চায়েতে সমস্ত দুর্নীতিগ্রস্ত, তোলাবাজরা টিকিট পেয়েছে। কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েও ৩ মাসের মধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন বিশ্বাস! তাহলে আমরাও তৃণমূলে থেকে নির্দল প্রার্থী দিয়ে প্রয়োজনে দলের প্রার্থীর বিরুদ্ধে লড়াই করব।”

Panchayat-এ টিকিট বিলিতে অনিময়ের অভিযোগ, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি ৪ বিধায়কের

উল্লেখ্য, পঞ্চায়েতের লক্ষ্যেই টানা ২ মাস ধরে জেলায় জেলায় নব জোয়ার কর্মসূচীতে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচীর মাধ্যমেই বারংবার কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “আপনারা যদি ভাবেন নির্দল হয়ে লড়বেন! আর ভোটে জিতে আবারও দলে ফিরে আসবে! এমনটা মটেই হবে না। আপনাদের একটু দলীয় অনুশাসন মনে করিয়ে দিই। গত পুরসভা ভোটে অনেকে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকে জিতেছেন। সব জেলায় দেখে নিন! যারা নির্দল হয়ে জিতেছিল, তারা অনেকেই অনেক কিছু করেছিল। কিন্তু আর দলে ফিরতে পারেনি। এটাই দলীয় শৃঙ্খলা।”

Panchayat-এ টিকিট বিলিতে অনিময়ের অভিযোগ, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি ৪ বিধায়কের

Panchayat-এ টিকিট বিলিতে অনিময়ের অভিযোগ, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি ৪ বিধায়কের