নজরবন্দি ব্যুরো: সেরা হলেই কি সব সময় দেখনদারি থাকতে হবে! সোশ্যাল মিডিয়ার বাজারে এখন দেখনদারিতেই বাজিমাৎ! যে যেমনভাবে পারছে আকর্ষণীয় হওয়ার চেষ্টা করছে। এমন মহাজাকজমকের সময়ে তিনি একা দাঁড়িয়ে উদাহরণের মতো। তিনি অরিজিৎ সিং। সাফল্য যাঁর পায়ের তলায় লুটিয়ে পড়েছে।
আরও পড়ুনঃ কোচের ভূমিকায় ক্রিকেট মাঠে মহারাজ, বলছেন এই ভালো আছি
তবে সেই সাফল্যকে তিনি মাথায় উঠতে দেননি। তিনি সদর্পে জানিয়ে রেখেছেন যেন, যেমন ছিলাম, তেমনই আছি, তেমনটাই থাকব। প্রিয় জিয়াগঞ্জ, পাশে প্রিয়জন, সাধারণ জীবন-যাপন। এতেই তিনি স্বভাব বেঁধে ফেলেছেন। আর সেই সাধারণ জীবন খুব পছন্দ হয়েছে বাংলার অধিনায়ক তথা ক্রীড়া মন্ত্রী মনোজের।

তিনি গিয়েছিলেন অরিজিতের বাড়ি জিয়াগঞ্জে। আর সেই ছবি মনোজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয়েছে জল্পনা। হটাৎ বাংলার মন্ত্রী সুদূর মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গায়কের সাথে দেখা করতে কেন? আসলে মনোজের পরিচয় বর্তমানে শুধু ক্রিকেটার হিসেবে নয়, তিনি এখন রাজ্যের শাসক দলের প্রতিনিধিও।
বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ। তাই অনেকেরই মনে প্রশ্ন জাগছে কি ছিল এই মোলাকাতের কারণ। মনোজ সোশ্যাল মিডিয়ায় ছবিখানা শেয়ার করে নেট-নাগরিকদের জানালেন, এই জায়গাটি অরিজিতের বড়ই প্রিয়! সঙ্গে জানালেন গায়কের সারল্য় তাঁর মন কেড়ে নিয়েছে।
অরিজিতের জিয়াগঞ্জে মন্ত্রী মনোজ! পঞ্চায়েত ভোটের আগে বাড়ছে জল্পনা
মনোজের ভাষায়, ‘ওর চরিত্র, ওর ব্যবহার, ওর আদব-কায়দা, সবেতেই সারল্য। এটাই অরিজিৎ। ছবিটা এমন জায়গায় তোলা যা ওঁর খুব পছন্দের।’ তবে এই মুলাকাত নিয়ে কোন পক্ষই মুখ খুলেননি।