নজরবন্দি ব্যুরো: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ মণীশ সিসোদিয়া। বিগত কয়েকমাস ধরে জেলেই দিন কাটছে তাঁর। মঙ্গলবার তাঁকে দিল্লির আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুন: নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য রাষ্ট্রপতি! বয়কটের ডাক বিরোধীদের
সূত্রে খবর, এদিন আদালতে মণীশ সিসোদিয়াকে কোর্ট রুমের ভিতরে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গেলে এক পুলিশ কর্মী তাঁর গায়ে হাত দিয়ে জোর করে সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আপ দলেরই এক নেত্রী। সেই ভিডিও রিটুইট করে কেজরিওয়াল লেখেন, “পুলিশের কি অধিকার আছে মণীশ-জির সঙ্গে এই ধরনের আচরণ করার? পুলিশকে কি এমন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
क्या पुलिस को इस तरह मनीष जी के साथ दुर्व्यवहार करने का अधिकार है? क्या पुलिस को ऐसा करने के लिए ऊपर से कहा गया है? https://t.co/izPacU6SHI
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 23, 2023

আগামী ১ জুন পর্যন্ত মণীশ সিসোদিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। তবে জানিয়েছে, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জন্য জেলের ভিতর একটি চেয়ার-টেবিলের ব্যবস্থা করা যাবে। এছাড়া মণীশ সিসোদিয়া নিজের কাছে বই রাখতে পারেন।
গত ফেব্রুয়ারি মাসে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। কয়েকদিনের মধ্যেই আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির হাতে গ্রেফতার হন তিনি। গ্রেফতারির পরই উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মণীশ সিসোদিয়া। আপের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। কয়েক সপ্তাহ আগেই আপ সুপ্রিমো কেজরিওয়ালকে দুর্নীতি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল। মোদী জমানায় এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীকে তলব করা হয়।
আদালতে মণীশ সিসোদিয়ার সঙ্গে খারাপ আচরণ পুলিশের, নিন্দায় সরব দিল্লির মুখ্যমন্ত্রী
