Murder: নেশার টাকা না পেয়ে নৃশংস কীর্তি! বাবা-মাকে খুনের পর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নেশার টাকা না পেয়ে নৃশংস কীর্তি! বাবা-মাকে খুনের পর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নজরবন্দি ব্যুরো: পরিবারের কাছে টাকা চাইলে না পেয়ে মর্মান্তিক কীর্তি! নিজের বাবা, মা এবং ঠাকুমাকে খুন করে মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ২৪ বছরের এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের মহাসামুন্দ জেলার পুটকা গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত দম্পতির বড় ছেলের সন্দেহ পুলিশি তদন্তে সহায়তা করে। ঠিক কি হয়েছিল?

আরও পড়ুন: জি-৭ সম্মেলনের ঠিক আগেই মোদির প্রশংসায় জাপান, কী বললেন জাপানের রাষ্ট্রদূত?

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক নাম উদিত (২৪) একজন মাদকাসক্ত। বাবা-মা এবং ঠাকুমার সঙ্গে বাড়িতে থাকতেন। ঘটনার দিন নেশার জন্য পরিবারের কাছে টাকা চায় সে। কিন্তু যুবকের বাবা টাকা দিতে অস্বীকার করেন। দুজনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এরপরই রাগের বশে নিজের বাবা-মা এবং ঠাকুমাকে খুন করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লাঠি দিয়ে আঘাত করে খুন করেছে।

নেশার টাকা না পেয়ে নৃশংস কীর্তি! বাবা-মা, ঠাকুমাকে খুন যুবকের
নেশার টাকা না পেয়ে নৃশংস কীর্তি! বাবা-মা, ঠাকুমাকে খুন যুবকের

জানা গিয়েছে, ঘটনার দিন বাবা-ছেলের মধ্যে বচসা হয়। এরপর সকলেই রাত্রে ঘুমাতে চলে যায়। সেইসময় অভিযুক্ত উদিত একটি লাঠি দিয়ে ঘুমন্ত অবস্থায় বাবা এবং মায়ের মাথায় আঘাত করে। শোরগোলের জেরে বৃদ্ধা ঠাকুমার ঘুম ভাঙলে উদিত তাঁকেও খুন করে। এরপর তিনজনের দেহ বাড়ির বাথরুমে লুকিয়ে দেয়। ঘটনার পরের দিন মৃতদেহগুলি বাড়ির পিছনে নিয়ে গিয়ে কাঠ এবং স্যানিটাইজার দিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এই কীর্তির পর অভিযুক্ত যুবক গত ১২ মে নিজেই সিংপুর থানায় বাবা-মা, ঠাকুমার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।

নেশার টাকা না পেয়ে নৃশংস কীর্তি! বাবা-মা, ঠাকুমাকে খুন যুবকের
নেশার টাকা না পেয়ে নৃশংস কীর্তি! বাবা-মা, ঠাকুমাকে খুন যুবকের

উদিতের দাদা অর্থাৎ প্রভাত ভইয়ের বড় ছেলে অমিত পড়াশোনার জন্য রায়পুরে থাকেন। তিনজনের নিখোঁজ হওয়ার খবর তাঁর কাছে গেলে অমিতের সন্দেহ হয়। তিনি বাড়িতে এলে ঘরের মধ্যে রক্তের দাগ দেখতে পান। বাড়ির পিছনে গেলে মানব শরীরের হাড় দেখতে পান। সন্দেহ হওয়ায় এই বিষয়গুলি থানায় জানান অমিত। এরইমাঝে উদিত তার মৃত বাবার ফোন ব্যবহার করে এক আত্মীয়কে মেসেজ করে অভিযোগ করেন তিনজনের নিখোঁজ হওয়ার পিছনে দায়ী অমিত।

নেশার টাকা না পেয়ে নৃশংস কীর্তি! বাবা-মা, ঠাকুমাকে খুন যুবকের 

নেশার টাকা না পেয়ে নৃশংস কীর্তি! বাবা-মা, ঠাকুমাকে খুন যুবকের
নেশার টাকা না পেয়ে নৃশংস কীর্তি! বাবা-মা, ঠাকুমাকে খুন যুবকের

যে নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল তার লোকেশন ট্র্যাক করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদিতের পুরো বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়ির পিছন থেকে হাড়, ছাই সহ একাধিক নমুনা সংগ্রহ করে তদন্তকারীদের দল। এরপরই পুলিশ উদিতকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার পরই তাঁকে গ্রেফতার করা হয়। খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।