নজরবন্দি ব্যুরো: ফের এক মঞ্চে একসঙ্গে দেখা যাবে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে! জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি নিয়ে শনিবার শালবনিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল সফরে গিয়ে সেখান থেকেই শালবনিতে যাওয়ার কথা মমতার। এই খবর সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে সমালোচনা শুরু হয়েছে। এর আগে মালদহে একসঙ্গে দেখা গিয়েছিল মমতা-অভিষেক জুটিকে।
আরও পড়ুন: Mid Day Meal এ ফের মিলল মৃত টিকটিকি, ব্যাপক উত্তেজনা রাজ্যের শিক্ষাকেন্দ্রে
সূত্রে খবর, শনিবার পূর্ব মেদিনীপুরের এগরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর বারোটায় নিজের গন্তব্যে পৌঁছে যাবেন। সব ঠিক থাকলে ওইদিন বিকেল চারটে নাগাদ নবজোয়ার মঞ্চে যোগ দেবেন তিনি। এই প্রথম জঙ্গলমহলের কোনও কর্মসূচিতে একসঙ্গে দেখা যাবে দুজনকে। নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থাকাকালীন মালদহে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের মঞ্চে দাঁড়িয়েই দাবি করেছিলেন, এই নবজোয়ার নবপ্লাবনের রূপ নেবে।
বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচি চলাকালীনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কর্মসূচি মাঝপথে থামিয়ে ফিরতে হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে। শনিবার সিবিআই দফতরে হাজিরা দেন অভিষেক। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন হাজিরা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল সিবিআই। তদন্তকারী আধিকারিকরা বলেন, “এখনই নোটিস নিতে হবে। না হলে কাল দেখতে পাবেন কি হয়।” সিবিআই তলব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, “ক্ষমতা থাকলে গ্রেফতার করে দেখাও।

নবজোয়ার কর্মসূচি নিয়ে পুরুলিয়ায় পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কালবৈশাখী মাথায় নিয়ে সভা করছিলেন। কিন্তু দুর্যোগের কথা মাথায় রেখেই বক্তব্য থামিয়ে দেন। নিরাপদে বসানোর ব্যবস্থা করেন নিজেই। তাঁর কথায়, “আমার নিরাপত্তা পরে, আগে মানুষকে বাঁচাতে হবে।”
জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, প্রথমবার জঙ্গলমহলে একসঙ্গে মমতা-অভিষেক জুটি
